8b রাজার উত্তর। বঙ্গ-সাহিত্য-পরিচয়। নির্দের স্বপনে রাজা হব দরশন। পালঙ্কে ফেলাইব হস্ত নাই প্রাণের ধন॥ দশ গিরির (১) মাও বইন (২) রবে স্বামী লইবে কোলে। আমি নারী রোদন করিব খালি ঘর মন্দিরে॥ খালি ঘর যোড়া টাটি মারে লাঠির ঘা ৷ বয়স কালে যুবতী রাড়ী নিত কলঙ্কে (৩) রাও। আমাক সঙ্গে করি লইয়া যাও ৷ জীয়ব জীবন ধন (৪) আমি কন্যা সঙ্গে গেলে। রান্ধিয়া দিমু অন্ন ক্ষুধার কালে ৷ পিপাসার কালে দিমু পানী। হাসিয়া থেলিয়া পোহামু রজনী। আইল পাতার দেখিলে কথা কহিয়া যামু। (৫) গিরি লোকের বাড়ী গেলে গুরু স্বামী বলিমু (৬) শীতল পাটী বিছাইয়া দিমু বালিসে হেলান পাও। হাউস রঙ্গে যাতিমু হস্ত পাও ৷ হাতখানি দুঃখ হইলে পাওখানি যাতিমু। এ রঙ্গর কৌতুকর বেলা শুতি ভুঞ্জিম এ শুতি ভূঞ্জাইমু। গ্রীষ কালে বদনত দিমু দণ্ড পাখার বাও। মাঘ মাসি শীতে ঘেষিয়া রমুগাও ৷ মাঘ মাসি শীতে মরিচর ঝোল। ইন্দ্র মিঠা ভুঞ্জাইমু এক শত নারীর কোল॥ রাজা বলে শুন কন্যা হরিচন্দ্রের বেটা। কত রঙ্গে কর মায়া সইবার না পরাটি॥ বংশ হরির গুয়া খাইয়ে দন্ত করিলে শোলা (৭)। কথা কহিতে জলে দন্ত গুঞ্জরে ভ্রমরা॥ (১) গৃহের। (২) মাতা ও ভগিনী। (৩) কলঙ্ক না থাকিলেও রাও ( রব ) হয়, অর্থাৎ মিথ্যা অপযশ রটে। (৪) আমি তোমার জীবনধন রক্ষা করিব। (৫) বিস্তীর্ণ ক্ষেত্র দেখিলে কথা বলিতে বলিতে যাইব। (৬) গৃহস্থের বাড়ীতে গেলে তোমাকে গুরু ও স্বামী বলিয়া পরিচয় দিব। (৭) শোলার দ্যায় শ্বেত বর্ণ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।