পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। Q) তোমার নাকাল সুন্দর কন্যা যেখানত দেখিমু। (১) রাজীর প্রবোধ-দলি। ঝুরিয়া (২) সেই স্থানত মরিমু তোমার নাকাল সুন্দর কন্যা যেখানত দেখিমু। আগে মা দাও দিয়া (৩) পশ্চাৎ ভিক্ষা লমু॥ ছায় হায় স্বামী ধন কড়িলু কাল রাও। (৪) অদুনার উক্তি। চেঙ্গড়া কালে বিবাহ কৈরে যুবায় ছাড়িয়া যাও ৷ ইও কাল থাক হৃদে লৈয়া হাত। (৫) রাজার উত্তর। যাবৎ ঘুরিয়া আসি বৎসর পঞ্চাশ। মাথা তুলিয়া দেখ রাজা ডাব নারিকল। রাণীর উক্তি। হৃদয় উপরত শোভ করে গুয়া নারিকল। হাতে ছিড়িমু মুখত দিমু গায় নাই তোর বল। আছিল ফল যে পুরুষ না খায়। চৌদ্দ গোণ্ড রসাতলে যায়॥ রাজা বলে শুন কম্ভ হরিচন্দর বেটী। রাজার উক্তি। কথা ভাঙ্গি কথা বলিলে ও কথার মান যায়। আগে চড়ে হস্তীর মাহুত পিছে চড়ে রাজা। হাটিয়া দেখিন্তু বড় বাঙ্গলা পথে অনেক দুর। থেষু বুঝিনু নারিকলর ফল পেট নাই ভরে। মিছে থাকি গিরির বেটা ভেরন (৬) খাটিয়া মরে॥ রাণী বলে শুন রাজা রসিক নাগর। রাণীর উক্তি। একখানি নিবেদন করি তোমার বরাবর॥ যাইস না ধর্ম্মী রাজা পরদেশক লাগিয়া। একটা ছেলে দিয়া মাও কোলাক লাগিয়া॥ নালিমু পালিমু ছেলে কোলাত করিয়া। পুত্র ধনক দেখিয়া তোমাক পাসরিমু। তোমার মাথার ছত্র দণ্ড পুত্রর মাথায় দিমু। নয় রাজার মা বলিয়া রাজ্য থাইম বসিয়া॥ (১) তোমার মত সুন্দরী কন্যা যেখানে দেখিব। () কাদিয়া। (৩) দাও দিয়া=দায় দিয়া= মাতৃদায় দিয়া। আগে তাহাকে মা সম্বোধন করিয়া। (৪) কাল রাত্রিতে বুঝি আমি কাহারও স্বামী কাড়িয়াছিলাম। (৫) হৃদয়ে ছাত দিয়া সে পর্য্যন্ত অপেক্ষা কর। (৬) ভেক্রয়া = নির্ব্বোধ।