(ఫి রাজার উক্তি। “ রাণীর উক্তি। — — রাজার তৎসময়ের জন্ত সন্ন্যাস-গ্রহণের ইচ্ছা ত্যাগ ও দরবারে প্রবেশ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ছেলের কথা বলিলে রাণী ছেলের কথা শুনিয়া। চিনি চাম্প কলা নয় জলত মাখি থামু। গাছর ফল নয় ছিড়িয়া হস্তত দিমু। তোমার কপালত ছেলে নাই আমি কি করিমু। পূর্ব্বকালি গুরুর জ্ঞান হৃদয়ে জপিয়া। সাত মাসি ছেলে তই কায় বদলাইয়া। (১) কোলাত বসাইয়া কল্প| আমাকে বলিস পুত। ফেলাও রাণী হৃদয়র বসন রাজা খাউক দুধ॥ আমি বলিনু ছেলের কথা তুমি চাইলেন দুধ। বিবাহিত স্বামী হও কেমনে বলি পুত। তোমার গরবত ছিল রাজা ভেড়া শৃগাল। কড়ি কড়ার বুদ্ধি নাই শরীরর ভিতর॥ আপ্ত রাড়ী দেখিয়া বধূক রাড়ী করে। বাড়ীর আগে ভাতারটা গেলে চক্ষু পাকেয়া মরে॥ (২) ই ই বড়ুয়ার বেটী মাক দিল গালি। রন্থ হয় দিন চারিক সন্ন্যাস হমু কালী। (৩) কন্যার পেট (৪) সইবার না পারিয়া। দরবার লাগিয়া গেল রাজা ভুলালিয়॥ বার গছি গুয়া তের গছি তাল। তার তলে বসিল রাজার ছাওয়াল॥ ব্রাহ্মণ সজ্জন বসিল সারি সারি। মুলকর হিসাব দেয় বীর সিং ভাণ্ডারী। সোণার খাটে থাকি ময়না রূপার থাটে পাও। স্বপুত্রর দরবারত গেল ময়নামতী মাও। (১) পূর্ব্বদত্ত গুরু-মন্ত্র জপ করিয়া আমি কায় পরিবর্তনপূর্বক শিশু হইব, তুমি আমাকে সস্তান জ্ঞান কর। (২) ময়নামতী নিজে রাড়ী, তিনি আমাকেও রাড়ী করিতে চাহেন, আমার গৃহে স্বামী আসিলে তিনি ক্রুদ্ধ হন। ( মাতার আদেশেই গোপীচঁাদ সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন )। (৩) আমাকে মাকে তুমি গালি না দিলে আমি হয়ত আরো ৩৪ দিন গৃহে থাকিতাম; এখন কিন্তু আমি কল্যই সন্ন্যাস গ্রহণ করিব। (৪) পেটা = পরামর্শ, এখানে সকাতর অনুরোধ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।