& 8 ময়নামতীর তৈলপরীক্ষা লওয়ার জন্তু পত্নীর পরামর্শ। রাজার উক্তি। ময়নামতীর উক্তি। রাজার উক্তি ও আদেশ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সন্ন্যাস করিতে রাজা কৈরে গেল মন। চৌপথর মাঝত রাজা যুড়িল কান্দন। কেমন কৈরে যেতে চাও পরদেশ লাগিয়া। কেমন জ্ঞান আছে ময়নার নেও পরখিয়া॥ তৈল পরীক্ষা দেও ময়নার বরাবর। ঐ পরীক্ষায় যায় যদি উত্তরিয়া। মস্তক মুড়িয়া তবে যাও সন্ন্যাস হুইয়া॥ এই কথা শুনিয়া রাজা না থাকিল রৈয়া। দরবার লাগিয়া রাজা গেল চলিয়া॥ দরবারে বসিয়া রাজা বেচরিত (১) মন। দয়ার ভাই গোলাম খেতুক (২) ডাকে ঘনে ঘন॥ তোরে বলে গোলাম খেতুক বাক্য মোর ধর। মায়র মহলক লাগিয়া যাও বল চলিয়া। এই কথা শুনিয়া থেতু না থাকিলে রৈয়া॥ এই কথা বল গিয়া ময়নার বরাবর। তৈল পরীক্ষা দিবার চায় তোমার বরাবর। এই কথা শুনিয়া ময়না হাসিতে লাগিল। তোমার বুদ্ধি নয় বধু সকলর চক্র। (৩) তত বুদ্ধি শিথিয়া দেয় নিরাশী (৪) সকল। এক পরীক্ষার বদল সাত পরীক্ষা দিমু। তবু তোর রাজার বেটা বাড়ী ঘর ছাড়ামু (৫) তোক বলে ভাইয়া খেতু বাক্য মোর ধর। তাতাইলা পাতাইল চৌকা (৬) নেও বল আরোপিয়া। তিনটা নারিকেলের ফল তেহিরা খিচিয়া॥ (১) বেচরিত = বিচলিত। (২) খেতু = রাজার ধর্ম্মের ভাই এবং দাসের দ্যায় অনুগত। (৩) আমাকে তৈল পরীক্ষা লওয়ার কথা তোমার মনে উদ্ভব হইয়াছে বলিয়া বোধ হয় না, বধূগণ এই বৃদ্ধি দিয়াছেন। (৪) দুর্ভাগা বধূগণ। (৫) তথাপি তুমি যে রাজার বেটা, তোমাকে গৃহত্যাগ করাইব। (৬) উমুন।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।