বৌদ্ধযুগ-মাণিকচন্দ্র রাজার গান - খ্রীঃ ১১শ-১২শ শতাব্দী। ৫৫ ষাইট মণ কড়াই দিল চৌকায় চড়াইয়া। আশী মণ তৈল দিল কড়াইল চড়াইয়া॥ শাল কাষ্ঠে আগুন দিল গুলকাইয়া (১)। উপরর ছাবনী (২) মারিল তুলিয়া ৷ সাতদিন পর্য্যন্ত জাল দেয় নিদম (৩) করিয়া॥ এক দিন দুই দিন পঞ্চ দিন হইল। সাতদিন অন্তরত ছাবনী উঠাইল। তৈল গরম হইয়াছে আগুনর সমান। এই কথা জানাইল খেতু রাজার বরাবর। তৈল পরীক্ষা হুইল গোলাম বরাবর। কি আজ্ঞা বলেন তুমি রাজ-রাজেশ্বর॥ এই কথা বল গিয়া মায়র বরাবর। তৈল পরীক্ষা তৈয়ার হইল রাজার বরাবর। (৪) রাজা তলব করে মা শীঘ্র করে চল। তোর বাপর খাও (৫) না তোর রাজার বাপর খাও। তোমার হুকুমত কি পরীক্ষা দিবার যাও ৷ এই কথা জানাইল রাজার বরাবর। এই কথা শুনিয়া রাজা ক্রোধবান হইল। ধরর দেওয়ালী (৬) গামছা রাজা খেতুক ফেলাইয়া দিল। ঐ গামছা দিয়া বান্ধিল ভিড়িয়া। ময়নামতীক দিল তৈলত ফেলাইয়া॥ যেন মতে ময়নামতী তৈলে পড়িল। থা ধা করিয়া অনল স্বর্গ দেখা দিল॥ (১) শুলকাইয়া =প্রজলিত করিয়া। (৩) নিদম = নিধুম। (৪) ৮০ মণ তৈল ক্রমাগত সাতদিন প্রজ্বলিত অনল-কুণ্ডে চড়াইয় সাত দিন পর্য্যন্ত ঢাকুনি দ্বারা আবৃত করা ছিল। সাত দিন পরে ঢাকৃনি তুলিয়া ফেলিয়া দেখা গেল তৈল পরীক্ষা লওয়ার যোগ্য হইয়াছে। (৫) খাও = খাম = খাই। * (৬) ধরর = গলার। দেওয়ালী = বড়। (২) ঢাকৃনি। খেতুর কার্য্য। রাজার নিকট খেতুর নিবেদন। রাজার উক্তি। ময়নামতীর নিকট রাজাদেশ প্রচার। ময়নামতীর উক্তি। ময়নামতীকে উত্তপ্ত ভৈলে নিক্ষেপ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।