বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—খৃঃ ১১শ-১২শ শতাব্দী। ৫৯ কোন দিন রাজার বেটা মুড়াইবে মাথা। কোন দিন মহারাজ ভূসঙ্গ (১) মাখিবে। কোন দিনা ধর্ম্মী রাজা দুই কর্ণ ছেদিবে। কোন দিনা ধর্ম্মী রাজা ডোর কেীপীন পরিবে। কোন দিনা দিমু মোর হাতত দোয়াদশ (২)। কোন দিনা হবে আমার বিদেশ গমন। এই গণ গণিয়ে দেও আমার বরাবর। শুভ শুভ করিয়ে পঞ্জিকা বাহের করিল। দৈবজ্ঞের গণন। আপনি সিদ্ধান্তর পঞ্জিকা আও দিয়া। মঙ্গলবারর দিন সিলাইবে বুলি কাথা। বুধবারর দিন মুড়াইবে মাথা। বৃহস্পতিবারর দিন ভূসঙ্গ মাখিবে। শুক্রবারর দিন রাজা দুই কর্ণ ছেদিবে। শনিবারর দিন রাজা ডোর কেীপীন পরিবে। রবিবারৰ দিন রাজা হাতত দোয়াদশ। ঐ দিবসে হবে রাজা বিদেশ গমন॥ বাড়ী হইতে নিয়া যাবে তোমাক বুদ্ধি ভরসা দিয়া। দৈবজ্ঞের ভবিষ্যদ্বাণ কিছু দুঃখ দিবে তোমাক জঙ্গল বাড়ী দিয়া॥ আর কিছু দুঃখ দিবে বালা বাড়ী দিয়া॥ আর কিছু দুঃখ দিবে শ্রীফলা নগরত। বান্দী থুইয়া থাবে তোমাক হীরা বেঙ্গার ঘরত॥ বেভার পরিধান হবে আগুন পাটের সাড়ী। তোর রাজার পরিধান হবে বার গাইটে দড়ি (৩) ৷ আকাড়ি ধানর চাউল দিবে বিচিয়া বার্ত্তকী। বিচিয়া বার্ত্তকী দিবে পোড়াইয়া খাবা। একেতো নিদারুণ বেশু লবণ তৈল মান। বেঙ্গ যাবেন স্বেতখান তুলিয়া ধরবেন ঝারি। চক্ষু মঞ্জিয়া (৪) যোগাইবেন বেঙ্গার বাপেন পানী (৫)। প্রাতেক উঠিয়া মাইরবে তোমাক বারুণার (৬) বাড়ি। (১) ভস্ম। (২) করতী। (৩) দ্বাদশ গ্রন্থিযুক্ত দড়ি-বিশেষ। (৪) মুদ্রিত করিয়া। (৫) শোচের জল। (৬) কাটার।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।