ురి রাজার উক্তি। শিরোমুণ্ডনের জন্ত নাপিতকে আহবান। রাজার সন্ন্যাস-গ্রহণে রাজ্যময় শোক। বঙ্গ-সাহিত্য-পরিচয়। পাপর সইজ (১) উঠাইবে পাপর গনাগন। সিকিয়া বাকুয়ে দিবে দুইটা জলর হাড়ি। (২) দিন ঠায় ওজন হবে বার ভার পানী || (৩) রাজা বলে শুন ঠাকুর দুঃখ সুখ কপালর লেখা। মহুত লেখা পায় বিধাতা লিখিয়াছে। আড়াই অক্ষরে খণ্ডন যাবার নয়॥ কোথায় গেল ভাই খেতু আগেয়া পাণ খামু। - দান দক্ষিণ দিয়া বিদায় করিয়া দিমু॥ কিছু দান দিয়া বিদায় করিয়া দিল। বাপর কালর নাপিতক আনিয়া হাজির কর। নাপিতর মহলক লাগিয়া গেল চলিয়া। নাপিতক তবে আনিল ডাকিয়া। ভাইড় ক্ষুর লষ্টয়া আস চলিয়া। ভর কাছারি রাজা করে ডাম্বা ডৌল। হেন কালে খাড়া হইল নাপিতর কুমর। যেন মতে ধর্ম্মী রাজা নাপিতক দেখিল। পাট (৪) হইতে মহারাজ মৃত্তিকায় নামিল ৷ নাট মন্দির দালান কোটা ভাঙ্গিয়া গেল। (৫) গাছ কান্দে গাছানী কন্দে গছর কান্দে পাতা। বনর হরিণী কান্দে হেট করিয়া মাথা॥ o' ঘাটিয়ালর ঘাটত কান্দে বাইশ কহন নাও। বাইশ কাহন নৌকা কান্দে তেইশ কাহন দাড়ি (৬)॥ তার মাঝত মাঝত কন্দে বিসাবর (৭) কাণ্ডারী। হরিণর বালাথান কান্দে ছোকরান হাওখান। কান্দে বেঙ্গার তালিম খান॥ * - so (১) শয্যা = বিছানা। (২) দুইটি জলের গড়ি শিকে বধিয়া দিবে। (৩) দিন-শেষে গণিয়া লওয়া হইবে যে, তুমি বার ভার জল যোগাইয়াছ কি না। (৪) সিংহাসন। (৫) রাজা সিংহাসন ত্যাগ করিয়া রাজ-প্রাসাদ হইতে বহির্গত হওয়া মাত্রই সমস্ত ভাঙ্গিয়া পড়িল। or, (৬) দাড়ি=ার নৌকার দাড় টানে। (৭) বিশ্বম্ভর নামক।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।