পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ8 রাজদেহে শনি ও কেতুর প্রবেশ। ময়নামতীর উপদেশ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। - হাতত মুখত জল দিয়া কোন কাম (১) করিল। শ্রীকৃষ্ণ বলিয়া অন্ন মুখত তুলিয়া দিলা। এক গাসে (২) দুই গাসে পঞ্চ গাস খাইল। অন্ন খাইয়া জলর দিগত (৩) চায়। ভাঙ্গ তুম্বা (৪) দিয়া জল উসিয়া (৫) পলায় ৷ মৃত্তিকায় মুখ লাগাইয়া জল চুম্বুক মারি খাইল। (৬) দেবীর ভাই শনি কপাল চড়িল॥ “ শনি কেতু রাজার গর্ভবাস করিল। সকল শরীর রাজার মলিন পড়িল ৷ করুণা করিয়া ময়না কান্দিবার লাগিল। আমার পুত্র বড় ধন রে কে রে মিলিয়া দিবে। পরদেশে যাইয়া পরার পতি বাস। আগে থাবে গিরি লোক পঞ্চগত (৭) তল্লাস॥ অতিথ বৈষ্ণব দেখিয়া না করিও হেলা। গড় (৮) হইয় পরণাম করেন যার গলত মালা। সরিষাতে সরু দুবলাতে হীন। তখনে পাবু পর দেশর চিন। (৯) ফুল গোটেক দেখিয়া ফুল না ফাড়িমু। পাখী গোটেক দেখিয়া ঢেল না মারিমু পরস্ত্রীক দেখিয়া হাস্ত না করিমু আগত মা দায় দিয়া (১০) পশ্চাৎ ভিক্ষা লমু॥ ষোল কাহন কড়ি দিল ঝোলঙ্গায় (১১) সাজাইয়া। কড়ির কথা না কন তোর গুরুর বরাবর। (১) কর্ত্তব্য-ক্রম, অর্থাৎ ভোজনের পূর্ব্বে কর্ত্তব্য নিবেদনাদি। (২) গ্রাসে। (৩) দিকে। (৪) লাউ। (৫) উছলাইয়া=উচ্ছলিত হইয়া। (৬) ভাঙ্গা লাউ হইতে জল এমন ভাবে পড়িতেছিল যে, লাউ উঠাইয়া জল খাইবার কোন সম্ভাবনাই ছিল না, সুতরাং মাটীতে মুখ লাগাইয়া চুমুক দিয়া জল পান করিলেন। (৭) পশ্চাৎ। (৮) গড়=ভূমিষ্ঠ। - (৯) সরিষা অপেক্ষাও ক্ষুদ্র এবং দুর্ব্ব অপেক্ষাও নীচ হইলেই বিদেশে বাস করা যায়। - (১০) অগ্রে মাতৃ সম্বোধন করিয়া। (১১) বুলিতে।