বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। లన রাজার কমর ধরিল মরিনু বলিয়া। চিড়া বেচি উঠিয়া বলে কালাই বেচি হুতিয়া তুই। ছাড়িয়া দে রাজার কমর আরো ধরনু মুই। . রাজার কমর ধরিয়া টানিবার লাগিল। অকারণ করিয়া রাজা কান্দিবার লাগিল। রাজার কান্দনে হাড়ির দয়া জনমিল। ইন্দ্র রাজাক লাগিয়া হুঙ্কার ছাড়িল ৷ ধুমধাম করিয়া পাথর পড়িতে লাগিল। (১) রাজার কমর ছাড়িয়া সব ঘরাঘরি গেল। দুয়ার ছাড় দুয়ার ছাড় কালাই বেচি ভোন। ভিজিয়া বাহেরা দেখন ভিজিয়া মরি বাহেরা দেখন॥ যেন মতে কলাই বেচি সেলটা কথা পাইল। হাউক দাউক করিয়া দরজা ছাড়ি দিল। কালাই কাড়া গাইন (২) নিয়া যে আইল। ঐ গাইন দিয়া ডাঙ্গাবার লাগিল॥ নাক চুল কাটিয়া চেরা ডারা দিল। ঘাড়ত হাত দিয়া বাহির করি দিল। ওক ছাড়িয়া গমন বিজয় হালুয়া। সাক্ষাৎ উতরিল যাইয়া৷ বান্ধা নেও বান্ধা নেও হালুয়ার ঘর। সুন্দর চেলা বান্ধা থেয়ো (৩) তোর হালুয়ার ঘর। সুন্দর রূপ দেখে ভাগুর (৪) উপর। এও নাকি খাবার পারে চাষা লোকর ঘর॥ ইহার যোগ্যবান আছে হীরা বেতার ঘর। হীরার নিকট রাজাকে কেমন করি ষাবেন নটীর মহলর ভিতর॥ বিক্রয়। যোড় যোড় দামরা (৫) খুইছে দরওয়াজী টাঙ্গিয়া। কোন ভিতকার রাজা আইসে মহলে চলিয়া॥ এক ডাঙ্গ যদি মারে দামরায় তুলিয়া। এক হাজার টাকা নেয় দরওয়াজায় বসিয়া॥ ওক ছাড়িয়া বিজয় গমন। নটীর বাঙ্গালায় যাইয়া দিল দরশন॥ (১) স্বৰ্গাধিপতির হুঙ্কারে বড় বড় শিলা-বৃষ্টি হইতে লাগিল। (২) মুষল। (৩) খুইব=রাথিব। (৪) দেহের। (৫) দামরা = বাদ্যযন্ত্র-বিশেষ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।