বঙ্গ-সাহিত্য-পরিচয়। ছিনান করাইয়া আনিল ধরিয়া। বিছান (১) করিতে নটী ভাল জানে। সাটার উপর পাটী বিছায় এক বুক উছল। (২) তার উপর ফেলাইয়া দিল ইন্দ্র কম্বল॥ লং জায়ফল কপূর রাখিল ঠাঞি ঠাঞি। দীপ ফেলাইবে রাজা লেখা যোখা নাই॥ যেন ধর্ম্মী রাজা দুয়ারত পাও দিল। কোলাত করিয়া রাজাক বিছানায় বসাইল। পাণর বাট দিল হাজির করিয়া। পাণ খিলি থাও হে রাজা গুয়া খানি থাও। এ অভাগিনী নট আমি মাথা তুলিয়া চাও। লং জায়ফল কপূৰ্ব দেখিয়া মনে হৈল খুলী। একৈক বেলা (৩) তুলিয়া দিল খিলি চারি পাচি। এক ঠাসন দুই ঠাসন তিন ঠাসন দিল। (৪) মাও যে করিছে বাধা মনত পড়িল ৷ পরদেশ যাইয়া যাদু পরাও বহির্ব্বাস। আগত খাইবে গিরিলোক পশ্চাৎ তল্লাস॥ (৫) অতিথ বৈষ্ণব দেখিয়া না করিও হেলা। গড় হয়ে পরণাম জানান যার গলত (৬) মালা ৷ ফুল গোটেক দেখিয়া ফুল না পাড়িৰু। পার্থী গোটেক দেখিয়া ডিমা (৭) না মারির॥ পরার স্ত্রী দেখিয়া হাস্ত না করিবু॥ সরিষাতে সরূ দুবলাতে হীন। তখনে পাবু পরদেশর চিন॥ মাএর কথা যেন রাজার মনত পড়িল। রাম রাম বলিয়া পাণর থিলি ঢালিয়া ফেলাইল॥ ঐটে হইতে নটীর মন থাপা হইয়ে গেল। কেনে কেনে পাণ না খাও রাজ-রাজেশ্বর। তোর গুণে তপ করি এ বার বৎসর॥ (১) বিছানা। (২) বক্ষ-পরিমাণ উচ্চ। (৩) বেলা = বারে। (৪) তিনবার চর্ব্বণ করিল। (৫) আগে গৃহস্থ খাইবে, তৎপর নিজের খাওয়ার চেষ্টা করিবে। (৬) কণ্ঠদেশে। (৭) ডিম্ব।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।