পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান – ধূঃ ১১শ-১২শ শতাব্দী। අළු আপন হইতে লইল পাচটা থিলি হস্তত করিয়া। ধার্ম্মিক রাজার মুখত দিল তুলিয়া। খুধু করিয়া পাণর খিলি ফেলাইল ঢালিয়া। যেতকে ধর্ম্মী রাজা সইরে সইরে (১) বৈসে। তেত্কে (২) হীরা নটী গাও বিসিয়া বৈসে। সার চন্দন রক্ত চন্দন রাজাক ছিটিবার লাগিল। মা মা করিয়া রাজা নটীক ডাকিবার লাগিল। ষোল্লায় না ষোয়ায় না (৩) রাজা মাও বলিবার। রাজার হস্ত তুলিয়া নটা হৃদয়ত তুলিয়া দিল। মা মা বলিয়া রাজা দুগ্ধ খাবার গেল। একবার দুইবার রাজা গোস্ত (৪) নাগাল পাইল। গোটা চারিক নটীর বাথান বলিবার লাগিল। চারি পহর গেল নটী বছাল করিয়া। তাহাতেও ডাকায় ধর্ম্মী রাজা নটীক মাও বলিয়া। একবার দুইবার নটী গোস্ত নাগাইল। পালঙ্গ হইতে ধর্ম্মী রাজাক গুড়াইয়া ফেলাইল। বান্দী বান্দী বলিয়া নটা ডাকিবার নাগিল। ঘারত হস্ত দিয়া রাজাক বাহের করিয়া দিল॥ নটীর পরিধান হইল আগুন পাটর সাড়ী। রাজার প্রতি শাস্তির ধর্ম্মী রাজার পরিধান হইল বার গাটিয়া ধড়ি (৫) ব্যবস্থা। আকারি (৬) ধানর চাউল দিলে বিচিয়া বার্ত্তকী (৭) বিচিয়া বার্ত্তকী দিলে পুড়িয়া খাইবার খানা। একেত নিদারুণ নটী লবণ তৈল মান॥ মাঘ মাসিয়া জাড়ে দিলা বুড়া (৮) একখান সাড়ী। থাকিবার ঘর দিলা ছাগলর খুপুড়ী। সিকিয়া বাকুয়া (৯) দিলা দুইটা জলর হাড়ী। দিনটাত ওজন করিলে বার ভার পানী ৷ (১) সরিয়া সরিয়া, একটু তফাৎ হইয়া। (২) সেই সেই সময়। (৩) যোগ্য হয় না, উচিত নয়। (৪) ক্রোধ। (৫) বার গাইট্র যুক্ত দড়ি। (৬) অছাট। (৭) বীজপুর্ণ বার্ত্তাকু, বিচিযুক্ত বেগুণ। (৮) পুরাতন। (৯) সিকে এবং বাক = বক্র বঁাশের দণ্ড।

  • *