পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান-বৃঃ ১১শ-১২শ শতাব্দী। R( আজি কেন হস্তর পসার পড়িল আউলিয়া। না জানি সোয়ামী ধন গেল মরিয়া॥ “ দুতি গো কি মতে বাহির হুমু। দুখর কথা কাইল সকালত (১) নিরলত (২) কমু। বৃন্দাবনত বাজে বাণী। মনে কয় শুামক দেখে আসি॥ ধুয়া। দোনো বইনে রোদন করে নাট মন্দির ঘরত। শারী গুয়া পার্থী শুনিল পিঞ্জিরার মাঝাত॥ শারী উঠিয়া বলে শুয়া বড় ভাই। মা কেন রোদন করে চল দেখবার যাই॥ জোরা জোরি করি (৩) পিঞ্জিরার খাট (৪) ফেলিল ভাঙ্গিয়া। ঐ দিয়া শারী শুয়া গেল উড়াও দিয়া॥ চলির খেড় নিচিয়া কস্তার বাজুত পড়ে। কেনে কেনে মাও রোদন কর নাট মন্দির ঘরে॥ কন্ত বলে শুন বাছা পক্ষী সকল। বার বৎসর গেল তোর বাবা রাওদা করিয়া। তের বৎসর ভার পাইল না আইল ফিরিয়া॥ আইজ কেনে মোর হস্তর পসার পড়িল আউলিয়া। না জানি তোর পিতা গেল মরিয়া॥ আমার দুই ভাইক দেও মা ছাড়িয়া। কোনটে আছে আমার পিতা আসি তল্লাস করিয়া॥ জননীর চরণত পার্থী পরণাম করিল। শুকের দৌত্য। দক্ষিণ পাটনে পার্থী উড়াও দিয়া গেল। যাও যাও বাবা পরদেশ লাগিয়া। কোটে (৫) আছে তোমার পিতা আইস তল্লাস করিয়া॥ জননীর চরণত পার্থী পরণাম করিল। দক্ষিণ পাটনে পার্থী উড়াও দিয়া গেল॥ সাত দিন ভরি পার্থী উড়িতে লাগিল। তাতেও ধর্ম্মী রাজার লাগাল না পাইল॥ নদীর পাড়ত আছে বট আর পাইকড় (৬)॥ বটর ঠালত (৭) পার্থী পইল উড়াও দিয়া। (2) ਸ਼ਿਰੋ। (৩) বলপূর্ব্বক। (৪) দণ্ড। (৫) কোথায়। (৬) পাকুর। (৭) ডালেতে।