পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

守と বঙ্গ-সাহিত্য-পরিচয়। পশ্চিম ঠাল হইতে পাখী পূর্ব্ব ঠাল যায়। ভার ধরি ধর্ম্মী রাজা জল ভরিবার যায়॥ জলত নামিয়া দন্ত মজিবার লাগিল। মাথার উপর পার্থী রাজার উড়িবার লাগিল॥ তোরা নাকিন হন রাজা গোপীচন (১)। তোমার খবরত আসি ভাই দুই জন॥ হস্ত বাড়েয়া দিল। উড়াও দিয়া পার্থী দুইটা বাজুত (২) পড়িল। দুই নয়নে প্রেম ধারা রাজা বহিবার লাগিল। যত দুর্মুখ হইয়াছে রাজার বলিবার লাগিল॥ নাকিড়ি পাকিড়ি পাত আনিলেন ছিড়িয়া। দাত দিয়া খাগড়ার কলম মাঠাইলে (৩) বসিয়া॥ কাঞ্জি অঙ্গুলী দিয়া বাও উড়াত ফাড়িল (৪)। ঐ রক্ত দিয়া লেখন লিখিবার লাগিল॥ রাজার পত্র। যত জুম্খর কথা রাজা লিখিবার লাগিল। সুমাও (৫) হইলে নিবেন উদ্ধার করিয়া। কুমাও হইলে খুবেন পাপত ফেলিয়া॥ এই লিখন দিস তোর বরাইর (৬) বরাবর॥ রাজার চরণত পার্থী প্রণাম জানাইয়া। ময়নার মহলত পার্থী গেল উড়াও দিয়া॥ চাল ছেন্দ (৭) করিয়া লেখন দিল ফেলাইয়া। দেখ দেখ রে বুড়া শালী তোর মুণ্ডখান পড়িয়া॥ সুমাও হইলে নিবে উদ্ধার করিয়া। খাম খুলিয়া লেখন পড়িবার লাগিল। অকারণ করিয়া পার্থী কানিদবার লাগিল॥ বিয়ানে গিয়াছে যাদুরে। রবির ঝালয়ে (৮) মৈল্ল আমার বাছারে। ধুম্বা। (১) গোপীচন্দ্র। (২) বাহুতে। (৩) কাটিলেন। - (৪) কনিষ্ঠ অঙ্গুলীর নখ দ্বারা রাজা বাম উরু চিরিলেন। (৫) সুমাতা=ময়নামতী যদি সুমাত হন। (ঙ) বড় মাতা। (৭) ছিদ্র। (৮) জালায় উত্তাপে।