রাজার স্নান। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এই কথা জানাইল নটর বরাবর। অতিথ নোঞা হাড়ি লঙ্কেশ্বর (১)॥ এই কথা শুনিঞ নটী কোন কাম করিল। ঘরর ভিতর নটী লুকিয়া রহিল। নটী লুকাইয়া রইল মনে আর মনে। হাড়ি সিদ্ধা জানিতে পাইল অন্তর ধ্যানে॥ হাতর আসা নড়ি মারিল তুলিয়া। তোক বলে আসা নড়ি (২) বাক্য মোর ধর হাত গলত বান্ধিয়া হীরা নটীক হাজির কর॥ এক আজ্ঞা পাইলে সহস্ৰ আজ্ঞা পাইল। (৩) গৰ্জ্জিয় হীরা নটীর মহলত সোন্দাইল। ঢেকাইতে ঢেকাইতে নটী বাইর কৈরে আনিল। বার কড়া কড়ি হাড়ি তখন উঠাইল॥ বার বৎসরিয়া খত নটী আনিয়া যোগাইল। বার কড়া কড়ি গণিয়া নটীর হাতত দিল॥ নটীর হাতর খতখান ছাড়ির হাতত দিল। রাম রাম বলিয়া খত ফাড়িয়া ফেলাইল॥ এক হাড়ী গঙ্গার জল হাড়ি আনিল যোগাইয়া। সাত ভড়য়া ধরিল নটীক চিতর করিয়া॥ বাইশ মোণিয়া (৪) খড়ম রাজার চরণত লাগাইয়া। নটীর বুকত রাজাক দিল চড়াইয়া॥ যেতকে হেলে নড়ে আর চড়ে। বত্রিশ পাজর নট ভাঙ্গি গুড়া করে॥ রাম রাম বলিয়া যেন জল মস্তকত ঢালি দিল। যত কিছু পাপ গুনা দূরে চলিয়া গেল। ছিনান করিয়া রাজা অঙ্গত হইল জ্যোতিঃ। ভিজা বস্ত্র ফেলায়া পিন্ধে শুকনা পাটর ধুতি॥ হাড়ি বোলে রাজার বেটা বাক্য মোর ধর। বারো বৎসর তপ করে নটী মহলর ভিতর॥ 6) হাড়ির নাম ছিল লঙ্কেশ্বর। (২) আসা নড়ি বা আসা লাঠি অনেক প্রাচীন বঙ্গীয় প্রাচীন পুথিতে উল্লিখিত দৃষ্ট হয়। (৩) এক আদেশ সহস্ৰ আদেশের তুল্য। (৪) ওজনের।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।