পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজার অন্ন-অহির। বঙ্গ-সাহিত্য-পরিচয়। গিরির ঘরর বউ বেটীক করিবে পাগল। নেঙ্গড় কোটওয়াল হইল মুরত বদলাইয়া। (১) ঘর ঘর হুড়ক আসিল লাগাইয়৷ ৷ হাপান ঝাপান হিলাল কুকুর। ভিক শিক না পাইয়া যাবে হাড়ির হুজুর। ভিক্ষা বলিয়া রাজা গমন করিল। তুছু তুছ করি হাড়ি হুঙ্কার ছাড়িল। স্বৰ্গ হইতে পাচ কন্যা হুঙ্কারে নামাইল। পাচ থাল অন্ন আনিয়া যোগাইল। আপন অংশর অন্ন থাইল॥ রাজার ভাগর অন্ন যতনে রাখিল। আড়াই পুটি জ্ঞান অন্নত ছাড়ি দিল। থুক সাঙ্গার (২) অন্নক থুইল মাখিয়া। মোড় মিসরি রস দিয়া থুইল মাখিয়॥ সাইল কেল্লা দুরা খুইল ঢাকিয়া। ভিক্ষ রূপ ধর্ম্মী রাজা বেড়ায় চেচাইয়া॥ হাপরে ভাপরে রাজাক হিলায় (৩) কুকুর। ভিক শিক না পাইয়া গেল হাড়ির হুজুর। গুরু ধন তোর দেশর লোক দেখিয় নিদয় নিঠুর। ভিক শিক না দেয় হিলায় কুকুর। নাই পাইস নাই পাইস ভিক্ষা বেটা মোর সেবা নাই লয়। একন সতীর নাগাল পান্তু পন্থে বসিয়া॥ র্তার গুটিক অন্ন দিয়া গেইল আসিয়া। আপনকার অংশর অন্ন খাইল বসিয়া॥ তোর ভাগর অন্ন খুচি যতনে করিয়া। চুলিতে পড়িতে রাজা অন্নর কাছত গেল। অন্ন দেখিয়া কপালত চড় দিল। এমন অন্ন না খায় আমার কুত্তা সকল সেই অন্নর নাগাল পালু রাজরাজেশ্বর॥ তুদ্ব তুছ করিয়া হাড়ি হুঙ্কার ছাড়িল। বার বৎসরর খিদা শরীরত লাগাইল॥ (১) রাজা সুন্দর, পাছে গৃহস্থের বউ ঝি মুগ্ধ হয়, এজন্য র্তাহাকে খোড়া কোটালের মুক্তি দেওয়া হইল। - (২) থুথু ও শ্লেষ্মা (?) মিশ্রিত। (৩) লেলিয়া দিল।