পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—স্থঃ ১১শ-১২শ শতাব্দী। b-> ছি ছি থিন থিন করিয়া এক গ্রাস খাইল। অমৃত মিঠা রাজা মুখত লাগিল। ফির একনা গাসর বেলা হাত কোন ধরিল। কাড়াকড়ি করিয়া আড়াই গাস থাইল। আড়াই পুটী জ্ঞান তখনই শিথিল। জ্ঞান-লাভ ৷ জ্ঞানে ধ্যানত বান্ধি দিল চুড়া। গোদা-যমক করিয়া দিল খোড়া। (১) তুড় তুড় করিয়া হাড়ি হুঙ্কার ছাড়িল। গৃহের স্মৃত্তি। বাড়ীর কথাবার্তা রাজার মনত পড়িল ৷ বিদায় দেও বিদায় দেও গুরু ধরমত তরি। আলক রথে দেখি আসি ঘর ছিরি বাড়ী ৷ হাতর আস (২) তুলিয়া দিল রাজার হাতর উপর। হাড়ির চরণত বাজা পরণাম জানাইল। আশী মোণি (৩) আসা লইল ঘাৱত করিয়া। রাস্ত দিয়া চলিয়া যায় রাজা দুলালিয়া॥ হাড়ি সিদ্ধা হাসে খল খল করিয়া॥ অক (৪) ছাড়িয়া রাজা নিজায় (৫) গমন। গৃহে গমন। আপনকার মহলত গিয়া গেল চলিয়া। তুড় তুড় করিয়া রাজ সিংনাদ বাজায় (৬)। নিদত আছিল কন্যা চেত হয় যায়॥ বিন খড়ী দাম্বা ঘড়ী বাজিবার লাগিল। (৭) ৰিন আগুন দুগ্ধ চাউল উথলিয়া পড়িল। হাটি হাটি প্রদীপ জ্বলিবার লাগিল। চৌদখান মধুকর (৮) ভাসিয়া উঠিল। শ্রীবৃন্দাবন রাজা মুখ লস হইল। গর্ভবতী নারী সব প্রসব করিল॥ অতিথ আইল রে। আমার দরজার মাঝারে॥ (১) রাজার খঙ্গত্ব দূর করিয়া সেই খঞ্জত্ব গোদা-যমকে দিল। (২) আসা লড়ি। (৩) আসা নড়ির ওজন আশী মণ। (৪) এই স্থান। (৫) নিজালয়। (৬) শিঙ্গাতে ফুৎকার দেয়। (৭) কাটির আঘাত ব্যতীত অমনি সদর দরজার বৃহৎ ঘণ্টা বাজিতে লাগিল। (৮) ডিঙ্গা। yo