বঙ্গ-সাহিত্য-পরিচয়। কোনটে গেল বান্দী আগেয়া পাণ খামু। কোনটেকার অতিথ আইছে বিদায় করি দিম। ভিক্ষা নিলে বান্দী সাজান করিয়া। ভিক্ষা নেও অতিথ গোসাঞি। গিরির ঘরর বান্দী ফিরিয়া ঘরত যাই॥ দক্ষিণ ভাগিয়া অতিথ হামি নাম ব্রহ্মচারী। বান্দী ছরের হাতত ভিক্ষা লইতে না পারি॥ যদি ভিক্ষা দেয় তবে সাইবানী (১) সকল। তবে ভিক্ষা লইতে পারি অতিথর কুমর॥ থাক থাক অতিথ ছেছড়া (২) বঠিয়া (৩)। কতক্ষণ না পাও ভিক্ষ ফেউ ফেউ করিয়া॥ কান্দিয়া গেল বান্দী কন্যার বরাবর। দক্ষিণ ভাগিয়া অতিথ হামরা নাম ব্রহ্মচারী। বান্দীর হাতর ভিক্ষ হামরা লইতে না পারি॥ যদি ভিক্ষা দেন তোমার সাইবানী সকল। যেন মতে কন্যা দুইটা সম্বাদ শুনিল। ভিক্ষ ধরি কন্যা দুইটা খাড়া হইয়া রহিল। বিন ছোড়ানি (৪) ধর্ম্মর কপাট আপনে খসিল। ভিক্ষা ধরি অজুন পছনা বাহির হইয় আইল। ভিক্ষা নেও ভিক্ষা নেও অতিথ গোসাঞি। গিরির ঘরর বউ বেটী ফিরিয়া ঘরত যাই॥ পূর্ব ভাগিয়া অতিথ হামি নাম ব্রহ্মচারী। স্ত্রীলোকর ভিক্ষ হামি লইতে না পারি॥ যদি ভিক্ষা দেয় তোমার মাথার ছতর (৫)। তবে ভিক্ষা লইতে পারি অতিথর কুমর॥ ঠারেয়া ঠারেয়া (৬) স্ত্রী আঙ্গুল দেখাইল। স্ত্রীর আঙ্গুল (৭) দেখি তোমার হস্তর উপর। তোমরা হন আমার মাথার ছতর॥। তোরা অতিথ হামি অতিথ এক গুরুর শিষ। (১) সাহেবানী = রাণী। (২) উদ্ধৃবৃত্তির লোক। (৩) বসিয়া। (৪) বিনা চাবিতে। (৫) মাথার ছত্র = তোমার স্বামী। (৬) ইঙ্গিত করিয়া। (৭) আঙ্গুল অর্থে এখানে আংঠি। বিদেশ-গমনকালে অদ্ভুনা ও পছনা স্ব স্ব অঙ্গুরীয় রাজাকে দিয়াছিলেন।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।