বৌদ্ধযুগ—গোবিন্দচন্দ্রের গীত–খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। - মৃগসয়ম্বর যে হরিণী বাউটিয়া। পশুশালা। ব্যাঘ্র যে ভালুক রাজা পুষই শালিয়া। নব লক্ষ কুরঙ্গ তের শত হাতী। ষোল শত তুরঙ্গম উট শতে ছন্তি॥ অতি পরিমল রাজা পটন্তর নাই। ব্রহ্মবাম নদীকূলে কটক বসাই। অবসন্তে বসন্ত বহই নিরন্তর। (১) বিদ্যাধর প্রায় দেহপুর সে সুন্দর। রোগ শোক চিন্তা নাহি অচিন্তা ভুবন। রাজার গুণ কীর্ত্তল। জন প্রজামানে অর্জি কুবের সমান॥ বাটীরে তিনায় করি ভিয়ান প্রমাণ। করমুজি প্রজাএ অর্জন্তি বহুধন॥ কৌড়ি মড়াই যে বহুত ধান ঘর। খাইলে বইলে ন সরই অতি অগোচর॥ জনেকে দরিদ্র নাহি সমস্তে ফুরণা। হরিনাম গায়ন করি করন্তি চন্দ্রগুণ॥ স্ববর্ণের চুড়ি বাহি (২) কণ্ঠে কণ্ঠমাল। পাটনেত আভরণ হয়ন্তি উজ্জাল॥ শুকল বসন মান মনই কিঞ্চিৎ ৷ অন্নদান বস্ত্রদান দিয়ন্তি বহুত॥ মাগিলে দিয়ন্তি মিছন আসই মুখে। বল দৰ্প নাহি জানে বিহরন্তি সুখে॥ এমতে অচলাচল লক্ষ্মী বঙ্গসাই (৩)। যুদ্ধাঙ্কর চিন্তা নাই সমস্তে বড়ি মাই। আপনার রাজাকু রিপুভেদ নাই। আবর সমর সে করিবে কাহি পাই॥ রিপুমাণে শরণ পশস্তি ভয়ে আসি। নিষ্কণ্টকে রাজ্য সে করই বঙ্গদেশী॥ গর্ভধারী জননী মুকুতা (৪) মহাদেই (৫)। মহাপুণ্যবন্ত সে যে সিদ্ধ তার দেহি। (১) বসন্তকাল ভিন্ন অন্য সময়েও বসন্ত-বায়ু সর্ব্বদা প্রবাহিত হইত। (২) বাহি = বাহুতে। (৩) বঙ্গসাই= বঙ্গস্বামী। (৪) মুক্তানায়ী। (৫) মহাদেবী।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।