b-b রাজার স্বীয় রূপের অভিমান। বঙ্গ-সাহিত্য-পরিচয়। অবধূত গোরক্ষনাথর এ যে চেড়ি। স্ত্রী জন্ম হই জ্ঞান সাধিলা গৌরী॥ আনে শত রাণী তার সমস্তে সুন্দরী। ইহাকু খাটন্তি চৌদ্দ শত পরিবারি। সবুর্তহু সুন্দর রোহ্মা পোছম (১)। গরু হংসী পাটবংশী মহীপ্রায়ে সীমা॥ চারিশত দাসীগণ একু খটি থাস্তি। দুহে প্রজা রাশিএ প্রাণ হোই থান্তি৷ ফগুন শুকল পক্ষ দশমীর দিন। বসিকু গোবিন্দচন্দ্র জগন্নাতী আতীন॥ সিদ্ধেশ্বর নামে মঢ়ি (২) বসিছি পারুষে (৩)। স্ববুদ্ধি করণ আগে কহন্ত বিশ্বাসে। নিত্য কর্ম্ম সারি রাএ পালঙ্করে বসি। জপা মন্ত্র শেষে আপে শরীর আশ্বাসী। মনে বিচারিলা মুহি বড়ই সুন্দর। মোহরূপ দেখিলে কামিনী হেবে ভুল ৷ চন্দ্রমা উদয় প্রায়ে মোর দেহ খড়ি। ভলা বিহি বাড়িলা পূর্ব্বভাগ্য করি। এ কেহেঁ সুন্দর জ্যোতিঃ দ্বিতীয়ে রাজন। দেবতাঙ্ক সঙ্গরেত হইবা সমান॥ এতে বোলি মেঘা দর্পণকু ঘেণিকর। আপন দেখই রাজা মুখ যে কমল ৷ নিষ্কলঙ্ক শরীরে কলঙ্ক দেহে নাই। মনে মনে আনন্দ হরষ মুখ চাই॥ ভোগ কৌতুকে মোরে জনম হোইলা। 擎 豪 豪 豪 擎 নিশারে চন্দ্রমা প্রায় বিরাজএ কান্তি। আপকূ প্রশংসা না করিবা ক্ষিতি॥ স্ববুদ্ধি সহিতে যছ কেহিলে মনই। যদ্যপি দর্পণে চাহুচি বঙ্গসাই॥ এমন্ত সময়ে যে মুকুতা দেই (৪) মাএ। পুত্রর সন্নিধ্যে যাই কলাক বিজএ। (১) অতুন পছনা। (২) মোহরের = কর্ম্মচারী। (৩) পাশ্বে। (৪) দেই=দেবী।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।