পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতার উপদেশ। গুরুকে আশ্রয় করার ফল। বঙ্গ-সাহিত্য-পরিচয়। শ্রীবিষ্ণুপুরাণ শুনই সাতদণ্ড যাএ। স্বর্য্য দেবতাঙ্কু মোর বেণী দণ্ড ধ্যাএ। তুন্তে গর্ভধারী মাতা অট যে মোহর। তুম্ভ (১) পাদরজ নিতে ঘেণই (২) শরীর॥ নিত্য লোকমানকু মে কারণ নিমন্তে। পিতৃশ্রাদ্ধ বড়াউছি ব্রাহ্মণক হস্তে॥ পাপবাধা নিমস্তে সমরণ করই। আবর মরণ মোতে হোইব কি পাই॥ দেবী কি শীতল ভোগ দিতাই বহুত। ধর্ম্মকল কাল কিপ ন খুচিনা মাত। মতা বোইলে তহু শুন রে কুমর। যেতে ধর্ম্ম করু তাছ সবুহি নিস্ফল। পিণ্ড মুখ্য করি যেবে দানধর্ম্ম করি। চির আউস্ব সিদ্ধ তোর হইব যে শরী। তু যে মহাগুরু সেবা করিলাহু বাবু। কর্ণে মন্ত্র পাইথিলে কারণ পাইবু। তারই মারই গুরু বচন প্রমাণ। গুরু সেবা কলা লোক লভন্তি কারণ॥ যার সেবা নাহি গুরু পশু বোলি তাকু। গুরুর আজ্ঞএ মোক্ষ হুআই পিণ্ডকু॥ পিতা মাতাঠাক (৩) গুরু বড় বোলি জান। মন দৃঢ় করি খট শ্রীগুরুচরণ॥ শিষ্য পুত্র হোই যেবে গুরুকে আশ্বাসী। দুই বল লাগি মধ্যে রো ভেলা ভাসী। কুটিএ হিরণ্য দান দেলে ধর্ম্ম যেতে। গুরুপদ ধূলি ঘেণি থিলে ধর্ম্ম তেতে॥ অষ্ট রত্ন সহিত রে গোধন দান দেবা। কদাচিৎ গুরুকু স্বজি ন পারিবা॥ প্রভাতহু তাহু গুরু পাদ পখাড়িলে (৪)। থুকে ভক্ষি (৫) থুকে নেউড়িবা (৬) শিরে। তুস্ত = তোমার। (২) ঘেণই = গ্রহণ করি (৩) অপেক্ষাও। (৪) পখাড়িলে = প্রক্ষালন করিলে। (৫) গুরুর থুথু ভক্ষণ করিয়া। (৬) নেউড়িবা=নিবে=লইবে।