পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 হাড়িপার প্রভাব। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ন রোহি বারে কে গুড়াইলা যছ। মোরোড়া সাল পারছে বিজে কলা তহু॥ ধারি ধারি তুটা মারে বৃক্ষ তরুচর। ফলভর হই তহি মছই অপাড়॥ বায়েল বরডু (১) পত্র শব্দ করই। চৌড় কান্ধি কি চাহি কুমার বোলই॥ ভে পিতা বৃক্ষরু মোতে ফল তুলি দিও। হাড়িপা বৈলে বাবু এমত ন কহো। রাজার পৈড় এ যে জাপি থাও সারে। তুটায়া জানিলে করিবে মহাগোল॥ কোপিন কুমার যে কান্দাই গড় ঘালি। দিয় পিতা পৈড় মোতে তুলি ৷ পুত্রর বিকল দেখি হাড়িপা রহিলে। সাপ বৃক্ষ বলিলে সে কতি কি ডাকিলে। হাড়িপাঙ্ক আজ্ঞা পাই বৃক্ষ লটকাল (২)। আকাশু উলাই যে শুইলা ভূমিরো। (৩) আপনে হাড়িপা ফল গুটিএ তুলিলে। কুমার হস্তরে নেই লটকাল দেলে। কুমারে বইলা তাতো দিও আরো গুটী। নাস্তি ফল হাড়িপা যে বৃক্ষ গেল উঠি ৷ আকাশে লাগিলা যাই লটকাল বৃক্ষ। ফল ঘেণি (৪) কুমার লেউট গলা (৫) পথ॥ কুদার (৬) কুণ্ডহি (৭) কি হাড়িপা আজ্ঞা দেলে। বেগকরি বাড়ী তাটা খটরে বৈলে। আজ্ঞা পরমাণে যে কোদার চলি গলা। মোরোড়া শালরে পদি সবুরও কলা॥ কুণ্ডাইরে পুরাই (৮) দেলা ততক্ষণ। নগর বাহারে লেই পকাইলা যান ৷ (১) বাবলা ও বহেড়া। (২) লক্ট্রক গাছ। (৩) আকাশ-প্রমাণ উচ্চ, অর্থাৎ অতি উচ্চ বৃক্ষ নত হইয়া ভূমিতে পড়িল। (৪) গ্রহণ করিয়া। (৫) গেল। (৬) কোদাল। (৭) খোস্ত বা খন্তি। (৮) পাঠাইয়া।