సిW দক্ষিণদেশী বাঙ্গালের আগমন। বাঙ্গালের দেওয়ানী ও প্রজার কষ্ট। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সোণার ভেটা দিয়া রাইঅতের ছাওয়ালে খেলায়। (১) হেন দুঃখী কাঙ্গাল নাই ধরিয়া পালাএ। (২) পাত বেচা হইয়া রাইঅত পাত বেচাইয়া থায়। স্ত্রী পুরুষে যুক্তি করি হস্তী কিনিবার চায়। খড়ি বেচা হইয় গড়ি বেচাঞ খাএ। স্ত্রী পুরুষে বুদ্ধি করি দালান দেবার চায়॥ সেন্ধা রাইঅতের ছিল সরন্দা নলের বেড়া। বেতন করি যে ভাত খাএ (৩) তার আরত ঘোড়া॥ ঘিণে বান্দী নাহি পিন্ধে পাটের পাছড়া॥ আজি আজি কালি কালি বার বছর হৈল। এক দক্ষিণদেশী বাঙ্গাল সেই রাজার দরবারত উপস্থিত হল। দক্ষিণ হৈতে আইল বাঙ্গাল লম্বা লম্বা দাড়ি। সেই বাঙ্গাল আসিয়া মুলুকৎ কৈল্প কড়ি। দেওয়ানগিরি চাকরী রাজা সেই বাঙ্গালক দিল। দেড় বুড়ি ছিল খাজনা পোন্দর গণ্ড নিল ৷ রাম লখৃণ দুটা গোল আরে ছান্দিল। কাঙ্গাল দুঃখীক মারি রাজার এ ধন ছাচিল (৪)॥ থানে খানে রাজার তালুক দুগ (৫) হইয়া গেল। পোনের গণ্ড কড়ি রাইঅতের সাদিতে লাগিল ৷ সুথিত রায়ত প্রজা দুঃখিত হইল॥ চাষা লোকে দেয় খাজনা হাল গরু বেচাঞ॥ সাউত (৬) সদাগর দেয় খাজনা নাউ নৌকা বেচাঞ॥ ফকির দরবেশ দেয় খাজনা ঝোলি কাথা বেচাঞl॥ লাঙ্গল বেচাএ জোঙ্গাল বেচাএ আরো বেচাএ ফাল। খাজনার তাপত বেচাএ দুধের ছোওআল ৷ দুধের পুত্র বেচাঞ। হাকিমের মালগুজার যোগাল। পুত্রশোকে রাইঅত পরজ কান্দিতে লাগিল। (১) সেই সময় প্রজাদের এরূপ সমৃদ্ধি ছিল যে, প্রজাদের ছেলের সোণার বল লইয়া খেলা করিত। (২) অত্যন্ত দুঃখী দরিদ্র ব্যক্তিও ছেলেদের “সোণার ভেট” লইয়া পালায় না, অর্থাং উহা চুরি করে না। (৩) যে বেতন লইয়া জীবিকা নির্ব্বাহ করে। (৪) সঞ্চয় করিল। (৫) দুর্গম = জনশন্ত। (৬) সাধু।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।