আশীর্ব্বাদ। হাড়ি সিদ্ধাকে গুরু করার প্রস্তাব ও রাজার অসন্মতি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। হাতে মাথে বুড়ী ময়না চমকিয়া উঠিল। সাজ সাজ বলিয়া ময়ন সাজিতে লাগিল॥ ধবল বস্ত্র নিল ময়না পরিধান করিয়া। হেমতালের লাঠি নিল হস্তে করিয়া॥ লং জায়ফল এলাচী দারুচিনি গুয়ামুরি। ধনিয়া কপূর যষ্টিমধু পাণের মধ্যে দিআ। পাণ খাইতে খাইতে বুড়ী ময়না যাচ্ছে চলিয়া॥ যে আস্তায় (১) যায় ময়না গুয়া (২) চাবাইয়া। গুআর বাসনা (৩) যায় ময়নার দুএ কোশ লাগিঅ'॥ (৪) হাএ হাএ করে দেবগণ গুয়ার বাসনা লাগিয়া। (৫) যাএ যাএ বলছে যাএ বুড়ী ময়না দরবার লাগিয়া॥ দরবারেতে যাইআ ময়না রুপস্থিত হৈল। চক্ষুসে ধর্ম্মী রাজা মা জননীক দেখিল। হরিধ্বনি দিয়া কাছারি বরখাস্ত করিল। ধবল বস্ত্র নিল রাজা গলাতে পলটাইয়া। করদস্ত (৬) হইঞা জননীক দ্য এছে (৭) বলিআ॥ ডাইন হস্তের আসা ময়না বাম হস্তে নিয়া। ছাইলাক আশীর্ব্বাদ দেয় মস্তকে ধরিয়া॥ জীউ মোর আড়ীর স্বত্র (৮) ধর্ম্মে দিলাম বর। যত সাগরের বালা এতই আরিকবল॥ ত্রিভুবন টলিয়া গেলে না যাবু যমের ঘর॥ শীঘ্র যাঞ গুরু ভজ সিদ্ধা হাড়ির চরণ। সিদ্ধা হাড়িক ভজিলে গুরু না হবে মরণ॥ যখন ধর্ম্মী রাজা হাড়ির নাম শুনিল। রাধা কৃষ্ণ রাম রাম কর্ণে হস্ত দিল। ওগো মা জননী ডুবালুম জাতি কুল আর সব গাও। বাইশ দণ্ড রাজা হঞা হাড়ির ধরব পাও ৷ (>) (9) (8) (6) (9) রাস্তায়। (২) আসামে পাণ খাওয়াকেই গুয়া খাওয়া বলে। বাসনা = বাস = সুবাস। দুই ক্রোশ ব্যাপিয়া ময়নামতীর গুবকের সুগন্ধ ছুটিল। এমন অপূর্ব্বগন্ধ গুবকের জন্য দেবগণেরও হিংসা হইল। করযোড় = যোড়হস্ত। (৭) দেবী এসেছেন। (৮) রাড়ীর পুল।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।