হাট সামটে (১) হাড়ি বেটা না করে ছিনান। কথা হৈতে পাইল তিনি চৈতন্ত গিয়ান॥ এতই যদি হাড়ি আছে গিআনে ডাঙ্গর (২)। তবে কেন থাটি খায় আমার খাটের তল ৷ মোরে হুনে মোরে তৈলে রন্থই করি খায়। গুরুর ঘরে মহামন্ত্র কথা হৈতে পায়॥ ময়না বলে হারে বেটা রাজ-ভুলালিয়া। এমন কথা না বলিও বেটা হাড়ি যেন না শুনে। মহাশাপ দিবে সিদ্ধা ছাড়ি মরুবু আপনে॥ এ দেখিয়া হাড়ি নএ বঙ্গদেশে ঘর। চাদ হুরুষ রাখছ দুই কাণের কুণ্ডল ৷ আপনি ইন্দ্র রাজা চুলাএ চাঙর। চন্দ্রের পৃষ্ঠে আন্ধে বাড়ে (৩) কুরুমের (৪) পৃষ্ঠে খাএ। আপনি মাও (৫) লক্ষ্মী রন্থই করি দেএ॥ ইন্দ্রপুরের পাচ কন্যা হুয়াপতি (৬) খেলায়। পাতালের নাগ-কন্ত তামাকু যোগায়॥ শুভচণী বাড়ে গুয়া (৭) হাড়িপা বসি থাএ। যমের বেটা মেঘনা কুমার পাড়খা (৮) ঢুলাএ॥ চাদের পৃষ্ঠে রণধে হাড়ি কূর্ম্মের পৃষ্ঠে খায়। সোণার খড়ম পাএ দিয়া দরিয়া বেড়ায়॥(৯) দরিয়া বেড়াইতে যদি যমের লাগগ পাএ। চিলা চাঙ্গ দিয়া যমক তিন পরে (১০) কিলাএ॥ মারিয়া লরিয়া যমক করুণা শিখায়। হেন সাধ্য নাই যমের পলাইয়া যায়॥ কার ঘরে থায় হাড়ি কার ঘরে রএ। রাজা বলে শুন মা জননী লক্ষ্মী রাই। এ গলা কথা মিথ্যা তোমার বিশ্বাস না পাই॥ বৌদ্ধযুগ—ময়নামতীর গান–১১শ-১২শ শতাব্দী। సిన (১) পরিষ্কার করে। (২) বড় = শ্রেষ্ঠ। (৩) রান্ধে বাড়ে। (৪) কুম্মের। (৫) মাতা। (৬) দাবা খেলা ৷ (৭) সুৰচণী শুভচণ্ডী’ শব্দের অপভ্রংশ। স্বচণী ঠাকুরাণী হাড়ির গুয়া বা পাণ সাজেন। (৮) পাড়খা = পাথা। (৯) সোণার খড়ম পায়ে হাড়ি নদীর উপর বেড়ায়। (১০) তিন প্রহর।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।