পরবর্তী কালের গোবিন্দচন্দ্রের গান। 6 లి গুরু শাপে মীননাথ কদলীর বনে। ফাফর হুইল যোগী হারায়্যা মহাজ্ঞানে॥ পাটিকা নগরে রাজা গোবিন্দচন্দ্র ভূপ। জলন্দরী (১) হাড়িপা (২) হইল হাড়িরূপ ৷ শিশুপা কুমার এক সঙ্গে করিল। নগর বাহিরে হাড়ি আশ্রম করিল। পাইশালে খাটে হাড়ি রাজার আওয়াসে (৩)। বার বৎসর শাপ হইল (৪) অবশেষে॥ রজনী প্রভাতে মুখ করিয়া পাথাল। রাজপুরে গেল হাড়ি ঝুরিয়ে কোদাল॥ গুপ্তবেশে হাড়িপা আছয়ে তথায়। শিশুপা কুমার তার পশ্চায়ত গোড়ায় (৫)। বাহুড় বাহুড় (৬) তারে বলে জলন্দরী। এখনি আসিব পুত্র তোর বরাবরি। ছাওয়াল চরিত্র তোমার নারিবে যাইতে। প্রবোধ না মানে শিশু লাগিল কান্দিতে॥ বিকল হইল হাড়িপা ক্রন্দন দেখিয়া। প্রবোধ করিলা শিশু নাডু কলা দিয়া॥ সম্মুখেতে রম্যবন তাহে দিব্য ফল। একে একে জলন্দরী চাহিল সকল॥ প্রথমে মাটর গড় লঙ্ঘিল ত্বরায়। দ্বিতীয়ে লজিঘল গড় বংশীবট তায়॥ তৃতীয়ে লজিঘল গড় ফটিক রচিত। চতুর্থে লঙ্ঘিল গড় হীরায় জড়িত। পঞ্চমে লঙ্ঘিল গড় লোহার গঠন ৷ ষষ্ঠমে ধবল গড় শতেক যোজন॥ সপ্তমে দেখিল গড় নানা জাতি ফল। বৃক্ষগুলিকে মন্ত্রমুগ্ধ আমি কাঠাল গুবাক নারিকেল॥ করা। হরীতকী জায়ফল এলাচ লবঙ্গ। মধুৰ কোকিল নাদ করএ স্বরঙ্গ। (১) হাড়ির এক নাম। (২) হাড়িরূপী গুরু। (৩) আবাসে। (৪) পাটিকা নগরে ১২ বৎসর হাড়ি-রূপে থাকিতে অভিশাপ হইল। (৫) গমন করে। (৬) ফিরিয়া আইস।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।