Y S o বঙ্গ-সাহিত্য-পরিচয়। বস্তা আছে যমরাজ রত্ন সিংহাসনে। বেষ্টিত করিয়া যমে যত দূতগণে। যমের নিকটে আমি উত্তরিলাম গিয়া। কম্পিত হইল যম আমারে দেখিয়া॥ চতুর্দিকে উদ্ধশ্বাসে পলায় দূতগণ। হুঙ্কারে কপিল যম টলিল আসন॥ যোড় হস্তে সমুখে মোর দাণ্ডায় যমরাজ। কি কারণে আইলে মাত কহ নিজ কায। আমি বলিলাম যমে নিজ প্রয়োজন। আনিলে আমার স্বামী কিসের কারণ॥ এত অধিকারে তোর বাঞ্ছা না পূরিল। আন্যাছ আমার পতি তোরে প্রমাদ ঘটিল॥ মোর পতি অবিলম্বে ঝাট দেহ আনি। হুঙ্কারে করিব ভস্ম জালিব আগুনি॥ আমি কহিলাম পুনঃ দেহ প্রাণ দান। তোরে আশীর্ব্বাদ করি যাই নিজ স্থান॥ যম বলে তবে দিতে পারি জেয়াইয়া (১)। আপোড়া মৃত্তিক তুমি ঝাট আন গিয়া॥ আপোড়া মৃত্তিক বিনে না হয় জীবন। এতেক শুনিয়া আমি করিলাম গমন॥ ব্রহ্মার নিকট গিয়া দিলাম দরশন। কহিলাম বিধাতারে বিনয় বচন॥ যম-রাজা প্রাণ-পতির লইল জীবন। আপোড়া মৃত্তিক চাই তাহার কারণ॥ আপোড়া মৃত্তিকার ব্রহ্মা বলেন শুন ময়নামন্ত্রী রাণী। কথা। আপোড়া মৃত্তিকার তত্ত্ব আমি নাঞি জানি॥ এত শুনিয়া আমার মনে লাগে ধন্ধ। দুৰ্ল্লভ মল্লিকে কহে শুন গোবিন্দচন্দ॥ - (>) জেয়াইয়া= জীয়াইয়া।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।