শিবায়ন—রামকৃষ্ণ–১৭শ শতাব্দী। X. No খুদ্ধ (১) ধুৱাজ বুনেন জভন বাকই। মুলা মুক্তাহার পরভু বুনে একু ঠাঞি॥ পিপীড়া বঁাশগজ বুনেন ককচি। শুধু মাধবলতা বুনেন বাগুন বীচি ৷ কোটা মেটা বায়গড় তোজনা আর বোর। কোঙর ভোগ জলরাঙ্গি আর কনকচোর॥ লালকামিনী শোলপনা বুনে পাৰ্ছাভোগ। আঁধারকুলি ঘুমলেউলী আর গোপালভোগ। বুখি আজানলক্ষ্মী বনেন বাশমতী। শালছাট পর্শী কাঙদ গন্ধমালতী॥ আম পাবন গয়াবালী বুনেন পাথর। মাসিলেট ঝিঙ্গশাল বুনেন তসরা॥ সমধুনা স্থআ সান বুনেন টাঙ্গন। হরি মহীপাল বাকশাল বুনে মঙ্গলন। বাকচোর পুআন বিড়ি গেড়ি গোপাল। হুড়া বঁাশকাট বুনে মরিচ মইপাল॥ জলার ধান বাকই বুনে লোটাইআ জয়। আথল পলিএ দাআ বিড় বয় লাএ॥ কহেন রামাই পণ্ডিত ধানর জনম সাআ (২)। ভকত না একে ধন্ম হব বরদাএ॥ রামকৃষ্ণদেব-প্রণীত পিণ=াঘন। শিবায়ন—রামকৃষ্ণ–১৭শ শতাব্দী। রামকৃষ্ণদেব নিজের যে আত্ম-বিবরণ দিয়াছেন তাহা হইতে জানা যায়, কবির পিতামহের নাম যশশ্চন্দ্র, পিতামহীর নাম নারায়ণী, ( তাহার পিতামহীর সরস্বতী নামী অপর এক সতিনী ছিলেন )। কবির মাতামহ রামস্থর্য্য মিত্র তেওজ কুলীন ছিলেন। কবির পিতা কৃষ্ণরাম “সর্ব্বশাস্ত্রে ধীর” ছিলেন, এবং মাতা রাধাদাসী পরম গুণবতী বলিয়া খ্যাত ছিলেন; (>) ar 6, সায় = সাঙ্গ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।