>ミ9 নারদ ও নন্দীর কৈলাস গমন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। স্নান মুখ হৈলাত যতেক দিকৃপাল। হাহাকার শব্দ করে যত বৃদ্ধ-বাল | আশ্চর্য্য দেখিয়া যত পুরুষ যোষিত। দাণ্ডাইয়া চাহে যেন চিত্রের লিখিত॥ স্তম্ভিত হইলা চতুভূজ নারায়ণ। অন্ধকার হৈল মেঘ ছাইল গগন। রক্ত বৃষ্টি হৈল অগ্নি পাইল নির্ব্বাণ। বেদ মূর্ত্তিমান ছিল হৈলা অন্তধর্ণন॥ ভূমিকম্প হৈল ঘন বহে ঝঞ্জা বাত। নিৰ্ঘাত নির্গত ধূম হয়ে উল্কা-পাত॥ আচম্বিতে ভাঙ্গিয়া পড়িল যজ্ঞশালা। ভয় পায়্যা মুনিগণ বলে পালা পালা॥ অন্তরিক্ষে আছে তথা ভবানীর রথ। দণ্ডাইয়া দেখে যত ভৈরব প্রমথ॥ নন্দী আজ্ঞা দিলা তথা যতেক পিশাচে। যজ্ঞ ভঙ্গ করে তারা উদ্ধপায় নাচে ৷ গৃধিনী শকুনী চিল উড়য়ে আকাশে। ংস টানাটানি করে কুকুর বায়সে ৷ শৃগালের শব্দেতে কর্ণেতে লাগে তালা। হইল শ্মশান-ভূমি সেই যজ্ঞশাল॥ পরমান্ন পায়স শর্কর মধু দধি। ঘৃত দুগ্ধ ফল ফুল গন্ধ-পুষ্প আদি ৷ ভূত প্রেত পিশাচের যাতে পড়ে দৃষ্টি। ভক্ষণ করিলা সব রহিলা উচ্ছিষ্ট॥ দেখিল দক্ষের যদি এতেক বিপদ। নন্দী সঙ্গে যুক্তি গিয়া করিলা নারদ। নারদ বলেন নন্দী হয়ে সাবধান। এই যজ্ঞে আছেন মাধব অধিষ্ঠান॥ সতীর মরণে সম্ভে হইল বিমন ৷ বিষ্ণুর সাক্ষাতে কি ভূতের বীরপণ॥ অধিক বিরোধ না করিহ অতঃপর। তুমি আমি যাই চল প্রভূর গোচৰ। তাহার যেমত তাজ্ঞা হইব বিচার। সেইরূপ করিলে শুনহ সারোদ্ধার॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।