শিবায়ন—রামকৃষ্ণ–১৭শ শতাব্দী। సిరి কথ বা ডাহিনে বায় কথ যার বামে। পশ্চাৎ চলিল কথো বীরপরাক্রমে॥ যক্ষ রক্ষ পিশাচ চলিল উভরড়ে। ধরিয়া বৃক্ষের শাখা সমুলে উপাড়ে। পর্ব্বত তুলিয়া লয় যতেক প্রমথ। কেহ ভূমে পথ চলে কণর শূন্ত গত ৷ আসিয়া শিবের সেনা বেড়ে হরিদ্বার। সৌধ অট্টালিকা ভাঙ্গি করে ছারখার॥ যজ্ঞশালা ভাঙ্গিল স্তম্ভেতে দিয়া নাড়া। দেবতা পালায় পাছে পাছে দেই তাড়া॥ কেহ হবি পান করে কেহ পিয়ে ক্ষীর। পায়সের সরোবর শর্করা মধুর। ফল আমি রম্ভ আদি শোভে চারি দিকে। রুদ্র-সেনা ভক্ষণ করয়ে মহাসুখে॥ অন্ন রাশি রাশি যেন স্থমেরু পর্ব্বত। স্থানে স্থানে পাকশাল বিপ্র শত শত॥ তেজপত্র দারুচিনি মরিচ সন্তালন। ব্যঞ্জন সৌরভে মগ্ন রুদ্র-সেনাগণ॥ চক্ষু পাকাইয়া চায় ব্রাহ্মণ পালায়। যত অন্ন ব্যঞ্জন ভৈরবগণ খায়॥ যজ্ঞ পশু কাটিয়া রাক্ষস খায় মাংস ৷ স্বতকুল্য মধুকুল্য সহস্ৰ সহস্ৰ॥ বস্ত্র অলঙ্কার পরে গন্ধ পুষ্পমালা। কেহ বা টানিয়া পরে মণি মুক্ত পলা॥ কার হাতে মুষল মুদ্রগর লৌহদণ্ড। ভাঙ্গিয়া দক্ষের পুরী কৈল লণ্ডভণ্ড। কেহ কেহ জ্যোতির্ম্ময় রুদ্রের সমান। চরণে মর্দ্দিয়া অগ্নি করিলা নির্ব্বাণ॥ মৃগরূপ ধরি যজ্ঞ (১) যায় পালাইয়া। কাটল যজ্ঞের মুণ্ড চক্র ফেলাইয়া। ভৃগুবর দেখি মুখে মারিল চাপট। দন্ত ভাঙ্গি গেল অপমানে মাথা হেট। (১) যজ্ঞ-দেবতা।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।