শিবায়ন—কবিজীবন মৈত্রেয়। ১২৯ কবিজীবন মৈত্র ১৬৬৬ শকে, ১৭৪৪ খৃষ্টাব্দে, বা ১১৫১ বঙ্গাদে કાફે જુજુ রচনা করেন। বগুড়ার তিনক্রোশ উত্তরে করতোয়ার পূর্ব্বতীরে লাহিড়ীপাড়া গ্রাম কবির জন্মভূমি। শিব-দুর্গার কোন্দল। শিব বলে কৈতি পারি পাষাণের ঝি। কার কারণে কোন দোষে ভিক্ষা করিয়াছি॥। তোমাকে বিভা করি আমার কোন দিন নাই শুখ। আদি কথা কহিলে পাইবা বড় দুঃখ॥ যে দিন সম্বন্ধ হইল তত্ত্ব পাইলু মুই। সে দিন ছারাইল আমার ঝুলি সিয়া মই (১)॥ নিরীক্ষণ পত্র হইল যেহি দিন। আচম্বিত হারাইল পরনের কেীপীন॥ যে দিন তোক বিভা করিয়া লইয়া আইলু ঘরে। চৌদ্দ আটি ভাঙ্গ সেহি দিন নিল চোরে॥ যে দিন বৌভাত খাইকু নির্ব্বংশিয়ার বিটি। সে দিন হারাইকু মোর ভাঙ্গ ঘোটা লাঠি॥ কুড়া গেল মুখারি গেল গেল ভাঙ্গের ঝুলি। তোর কারণে ভিক্ষা করিয়া বেড়াই খুলি খুলি। আর ইহার দুইটা বেটা তারা হইয়াছে মোর কাল। কে জানিবে মোর দুঃখ গৃহের জঞ্জাল॥ গণেশের ইন্দুর আমার নিত্য কাটে ঝুলি। প্রাতঃকালে উঠিয়া নিত্য সিয়া ক্ষোড়া করি॥ কার্ত্তিকের ময়ূরে আমার সপ ধরিয়া খায়। কহ দেখি এত দুঃখ কার প্রাণে সয়॥ শিবায়ন—রামেশ্বর ভট্টাচার্য্য – ১৭৫০ খৃঃ। আমরা পূর্ব্বেই বলিয়াছি, হিন্দুধর্ম্মের পুনরুত্থানের পরে শিব যে শান্ত সমাহিত সুন্দর মূর্ত্তিতে এতদ্দেশে পূজিত হইয়াছেন, বৌদ্ধ যুগে গ্রাম্য লোকের নিকট র্তাহার সেই মূর্ত্তি অপরিজ্ঞাত ছিল; তিনি কৃষকদিগের নিকট রুবক-দেবতারূপে পূজা পাইতেন; এখনও তিনি “ত্রিনাথ” | (১) বুলি সেলাইর স্থচিক (ছাঁচ)। > *
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।