পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○o কৃষি আরম্ভ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। নামে গঞ্জিকা-সেবিগণের নিকট সুপরিচিত। বোদ্ধ যুগের এই সমস্ত গ্রাম্যভাব হিন্দু সমাজ হইতে একরূপ বিতাড়িত। শিবের গান বলিয়া যে গাথা গ্রাম্য দেশে প্রচলিত ছিল, তাহ বৌদ্ধ যুগের। বাগিনীর পালা, ‘হর-পার্ব্বতীর কেন্দল’, ‘শিবের কৃষিকার্য্য”—এই সকল সেই শিবের গানের বিষয় ছিল; কোন পুরাণে উক্ত বিষয়গুলির কোন কথা দৃষ্ট হয় না। রামেশ্বরের কাব্যের নিম্নোদ্ধত অংশ প্রাচীন শিবের গানের পুনরাবৃত্তি মাত্র। ইহার ভাষাও পূর্ব্ববর্ত্তী-যুগের; রামেশ্বর প্রাচীন গীতি এই ভাবে স্বীয় কাব্যে স্থান দিয়াছেন। কৃষকবেশে আমরা যে শিবঠাকুরকে পাইতেছি, তাহার অনুরূপ দেবতা ১০ম শতাব্দীতে লিখিত শূন্ত-পুরাণে দেখিতে পাই। শূন্ত-পুরাণের শিবঠাকুরের গানের অংশ পড়িলে রামেশ্বর-কথিত গাথা যে তাহারই প্রতিধ্বনি তাহা বুঝিতে বিলম্ব হইবে না। রামেশ্বর অনুমান ১৭৫০ খৃঃ অব্দে শিবায়ন রচনা করেন। বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৪৩৪ পৃষ্ঠায় দ্রষ্টব্য (৩য় সংস্করণ)। শিবঠাকুরের কৃষি-কার্য্য। ক্ষেতে বসি কৃষাণে ঈশান দিলা বলে। চারি দণ্ডে চৌদিকে চৌরস কৈল চেলে। আড়ি তুলি ধারে ধীরে ধরাইল ধান। হাটু পাড়ি ঈশানেতে (১) আরম্ভে নিড়ান॥ বাবর্চে বরাটে চেঁচুড়া ঝাড়া উড়ি (২)। গুলা মুখি পাতি মারে পুতে যায় মুড়ি॥ দল দুর্ব্বা শোনা শু্যামা ত্রিশিরা কেশুর (৩)। গড় গড় নানা খড় উপাড়ে দূর দূর। খর খর খুজিয়া খড়ের ভাঙ্গে ঘাড়। কুলি ধরি ধাইল ধান্তের ধরি ঝাড়॥ কিত যোড়ি ভিতা বেড়ি মাঝে গিয়া রয়। উলট পালট করে বার পাচ ছয়॥ এইরূপে সেই কিতা সেরে চটপট। কিতা কিতা নিড়াইয়া চলিল সন্ট্রসট্র। (১) কর্তৃকারক। (২) চেচরা, ঝড় (ধান্তবিশেষ), উড়ি (ধান্ত বিশেষ) এই সমস্তই আগাছা। (৩) অতি শীতল, কর্দমজ কন্দ বিশেষ।