లి: ঙ্গোক নিবারণ। ধ|স্ত্য-বিকাশ। শিব-নিন্দ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। চেয়ে চন্দ্রচূড় চূণে লুণে দিল ঘসে। রক্ত লাস্তি করি মৈল সব গেল খসে॥ যুক্তি করি জল কাটে জল বয়ে মান। অদ্ধ ভাদ্রপদ মাসে রৌদ্র পাইল ধান॥ পিছু পরিপূর্ণ করি বান্ধিলেন জল। ডুবে রয় খাড় যেন দেখা যায় জল ৷ আশ্বিন কীর্ত্তিক মাসে নাহি করে হেলা। পদাঘাতে ঘোগ মারে ঘারে দেষ্ট চেলা ৷ ডাক সংক্রমণ দিনে ক্ষেতে পুতে নল। কার্ত্তিকের কত দিনে কেটে দিল জল ৷ ধরণী মৃধন্ত ভৈল ধান্ত আইল ফুলে। ভোলানাথ রহিলেন ভবানীকে ভুলে ৷ চন্দ্রচূড় চরণ চিন্তিয়া নিরস্তর। ভবভাব্য ভদ্র কাব্য (১) ভণে রামেশ্বর॥ শাখারীরূপে ছদ্ম-বেশী শিবের আত্ম-নিন্দ-চ্ছলে দুর্গার পরীক্ষা। পরিহার মানি তোরে লো সুন্দরি পরিহার মানি তোরে। যুবা বয়সে ছাড়িয়া মহেশে সতীত্ব জানাহ মোরে।, নারীর কৌমারে পিতা রক্ষা করে যৌবনে রক্ষক প্রভূ। বৃদ্ধে পুত্র পালে নারী তিন কালে স্বতন্তরা নহে কহু (২) বৃদ্ধ বলি স্বামী শিবে ত্যজ তুমি। কেমন অঁাড়রা মেয়ে। এ হেন রূপসী বাপ ঘরে বসি বঞ্চ কার মুখ চেয়ে॥ সে বৃদ্ধ নির্ধন তোমাগত প্রাণ উভয়ে একাঙ্গ বট। (১) “ভদ কাব্য’ কথায় ভদ্রেতর সাধারণ্যে যে শিবের গান প্রচলিত ছিল, তং প্রতি সম্ভবতঃ ইঙ্গিত আছে। (২) “পিতা রক্ষতি কৌমারে ভর্ত্তা রক্ষতি যৌবনে। পুলস্তু স্থবিরে রক্ষেত স্কিয়ো নাস্তি স্বতন্ত্রতা?
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।