S) শিবায়ন—রামেশ্বর ভট্টাচার্য্য – ১৭৫০ খৃঃ। >○ তারে করি ক্রোধ কিবা সাধ শোধ যৌবন করিলে নঠ। এত যদি ছিল মনে। তবে তপ করি পতি ত্রিপুরারি অঙ্গীকার কৈলে কেনে॥ কঠিন হৃদয় নাহি ধর্ম্ম-ভয় রাজকন্ত ভৈলে বৃথা। সতীর লক্ষণ বলি শুন শুন শাখারী মুখের কথা॥ বৃদ্ধ মুখ জড় রোগী দুঃখী বড় দুৰ্জ্জন দুর্ভাগা পতি। (১) দেব বুদ্ধে ষেবা করে তার সেবা সে ধনী বলান সতী। কার্য্যে দাসীসম৷ পৃথ্বীসম ক্ষম যুক্তে মন্ত্রী কথা মাপী।: 豪 豪 ভোজনে জননী (২) সে ধনী বলায় সাধী। (৩) তোর সতীপণা সব গেল জানা শঙ্খ পরিবে ত পর। রক্ষ রামেশ্বরে চল নিজ ঘরে স্বামীরে সন্তোষ কর। শিলা বলে সয়া আমি শঙ্করের নারী। সতীর উত্তর। তোর মত কত জনে শিথাইতে পারি। তবে আর কি তোমার বুথ ডাকাডাকি। ঘর করিতে হাতীয়ে হাণ্ডীয়ে হয় ঠেকাঠেকি। (৪) (১) “বৃদ্ধে মুর্থ শচ দরিদ্রো জড়ো রোগাধনোহপি বা। পতিঃ স্ত্রীভি ন হাতব্যে লোকে,ভিরপাতকী ” (২) “ক্রোধে দাস্তা ভোজনে জননী-সমা। বিপত্ত্বে বৃদ্ধি-দাত্রী চ সা নারী প্রাণ-ছলভা।” (৩) “আর্ত্তার্তে মুদিত ঈষ্টে প্রেষিতে মলিন রুশ। মৃতে ম্ৰিয়েত যা পতৌ সাধী জ্ঞেয় পতিব্রতা।” (৪) ঘৱ করিতে হইলে হাড়ীতে ঠাড়ীতে ঠেকাঠেকি হয়, অর্থাৎ মধ্যে মধ্যে কলহ হওয়া অপরিহার্য্য।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।