లిసి বঙ্গ-সাহিত্য-পরিচয়। আচমন মুখশুদ্ধি সারি স্থতসনে। সন্তোষে বসিলা শিব শার্দ্দল অজিনে। পশ্চাতে পার্ব্বতী গিয়া পাখালিল হাত। রাণী আইল আপনি সভারে দিতে ভাত॥ গঙ্গাজল দিয়া স্থল করিয়া কামিনী। রত্নপীঠ রূপসী রাখিল তিন থানি॥ কন্যা পুল দিকে পর্ব্বত মধ্যভাগে। গৌরীকে গৌরব করি দিয়াইল আগে॥ যত্ন করি জনক জননী জুই জন। পূর্ণ করি পার্ব্বতীরে করাইল ভোজন। পশ্চাৎ পর্ব্বত লয়ে মৈনাক-নন্দন। গৃহস্থ গৌরীর বাপ করিলা ভোজন॥(১) দাস দাসী সকলে সকল দিয়া পিছু। টেছে পুছে খাইল রাণী রেখেছিল কিছু। (২) চন্দ্রচূড়-চরণ চিন্তিয়া নিরস্তর। ভবভাব্য ভদ্র কাব্য ভণে রামেশ্বর॥ বিবিধ ধান্ত্যের নাম। হরিশঙ্কর হইল ধান্ত হাতিপাঞ্জর ছড়া। হরকুলি হাতিনাদ হিঞ্চি হলুদ গুড়। কেলেকান্ত কেলেজীরা কালিয়াকার্ত্তিক।, কয়াকচ কাশীফুল কপোতকষ্ঠিকা। কালিন্দী কটকী কুহুমশালি কনকচূড়। ছধরাজ দুর্গাভোগ পর্দেশী ধূস্তর। কৃষ্ণশলি কোঙরভোগ কোঙরপূর্ণিমা। কল্লীলতা কনকলতা কামোদগরিমা॥ খেজুরথুপী খয়েরশালি ক্ষেমগঙ্গাজল। গয়াবালি গোপালভোগ গৌরীকাজল। গন্ধমালতী গুয়াখুপী গুণাকর। চামরটালি চন্দনশালি কৈল তার পর॥ (১) “গৃহস্থঃ শেষভূগ ভবেৎ।” (২) সকলের ভোজন সমাধা হইলে ঠাড়ীতে যাঙ্গ কিঞ্চিৎ অবশিষ্ট ছিল, তাছাই গাইলেন।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।