শিবের গান—দ্বিজ কালিদাস—কালিকা-মঙ্গল—১৮শ শতাব্দী। S8-5) দেখিএ বরের ঠাম যত রামাগণ। অবাক হইল সবে না সরে বচন। বরের ভঙ্গিমা দেখি রাণী দুঃখ-মলা। রাগস্বরে নারদেরে করএ ভৎসনা। আরে রে নির্বাংশে মিনসে কোথায় লুকালি। চক্ষু খেএ কি বুঝিএ এ বরে আনিলি। কি কহিৰ কোথা যাব গেল গিরি কোথা। নারদার মন্ত্রণাতে থেল মোর মাথা ৷ উমা কন্ত জগং-ধন্ত বিদ্যুৎ-সমান। হেন বরে প্রাণ ধরে কেবা করে দশন॥ অভাগীর ভাগ্যে যে দুঃথের সীমা নাই। অন্তদন্তহীন (১) বিধি মিলাল জামাই॥ নিজে রাজরাণী গৌরী রাজার নন্দিনী। রাজপুত্র জামাই হুইবে এই জানি॥ সে সকল সাধে সাধ ভাঙ্গিলেন বিধি। ভিখারীকে দিতে হইল উমা-রত্ননিধি ৷ ওগো উমা এতদিন কি তপ করিলি। ভূতুড়ে সাপুড়ের কপালে পড়িলি। এই মত শিখরিণী ইএ ক্ষুণ্ণ মনে। হাতের কঙ্কণ রামা কপালেতে হানে॥ হেন কালে চক্রপাণি রঙ্গ দেখিবারে। ইঙ্গিতে নদীরে পাঠাইল অন্তঃপুরে। বিবাহ-সভায় নন্দী ও বিষ্ণুর ইঙ্গিত পেএ ননী মহাজন। প্রেতগণ। মেনকারে ছলিবারে আইল তখন॥ বিকৃতি আকার ভূত দেখি ভয় হয়। 臺 釁 釁 釁 কাছে আসি হি হি হি হি হাসিয়া চলিল। উলঙ্গ ভৈরব দূত নাচিতে লাগিল। আই আই বলে ভূত সুখেতে লাফায়। হেরে রাণী আমনি ভয়েতে মৃতপ্রায়॥ মেয়েগুলো ভূত দেখে অস্তুত ভাবি এ ৷ পলায় পলায় বলে যাত্র পলাইএ॥ (১) অনন্ত এবং দাত-পড়া।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।