S89 অৰ্দ্ধ-নারীশ্বর। বঙ্গ-সাহিত্য-পরিচয়। যে দুঃখ পেএ আমি তোমা বিহনেতে। বলিতে না পারি তাহ পঞ্চম মুখেতে॥ হে দুর্গে আমার তুমি দেহ প্রাণ ধন। সধন বৈভব সব তোমার চরণ॥ অসাধ্য সাধন করি প্রসাদে তোমার। তব নাম জপি করি গরল আহার॥ মুখমোক্ষদাত্রী তুমি মম মূলাধার। তোমা বিনে গতি সতি নাহিক আমার॥ পুনর্ব্বার যদি মোরে ত্যাগ কর প্রিয়ে। আর না রহিব প্রাণ তোমা ছাড়া হয়ে॥ তাই বলি তোমা ছাড়া কেমনে রহিব॥ ইচ্ছা করি দ্য অঙ্গ ঘুচাএ এক হব। যদি তুমি অনুমতি কর বিশ্বময়ী। যুগল ঘুচিএ এস এক অঙ্গ হই। শুনিএ শঙ্করী হরে করিল উত্তর। তব আজ্ঞা না লঙ্ঘিতে পারি মহেশ্বর॥ এত বলি একত্র হইল উভয়েতে। এক অঙ্গ দ্বিরূপ হইলা আচম্বিতে॥ অৰ্দ্ধ অঙ্গ রজত পর্ব্বত জিনি আভা। অৰ্দ্ধ অঙ্গ সুবর্ণ জিনিএ করে শোভা ৷ অৰ্দ্ধ শিরে জটাজুট ভূজঙ্গ বেষ্টিত। অৰ্দ্ধ শিরে মণিময় মুকুট মণ্ডিত। এক নেত্র দুলু ঢুলু করে ধুস্ত রায়। এক নেত্রে কজ্জল পূরিত শোভা পায়। এক কর্ণে শঙ্খের কুণ্ডল ঘন দোলে। অন্ত কর্ণে মাণিকের কনক ফুল ঝোলে। অৰ্দ্ধ গলে অস্থিমালা মহা শোভা পায়। গজ-মুকুতার হার অৰ্দ্ধেক গলায়। কটিতটে অৰ্দ্ধেক রহিল বাঘাম্বর। আর অৰ্দ্ধ কটিতে রহিল রক্তাম্বর॥ এক পদে কাষ্ঠের পাত্নক শোভা পায়। রতন নুপুর শোভা করে অন্ত পায়। এক হস্তে ডম্বর ধরিলা পঞ্চানন। অন্ত হস্তে পদ্মপুষ্প করিলা ধারণ॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।