শিবের গান—দ্বিজ কালিদাস–কালিকা-মঙ্গল—১৮শ শতাব্দী। S8% এইরূপে লীলা প্রকাশিলা গঙ্গাধর। হর গৌরী ঘুচে হৈল অৰ্দ্ধ-নারীশ্বর॥ কালিদাস বলে মাগো এই অকিঞ্চন। মৃত্যুকালে দিতে হবে যুগল চরণ॥ কুচনী নগরে। শঙ্কর শঙ্করী লয়ে সরস অন্তরে। বিরাজ করেন মুখে কৈলাস-শিখরে॥ একদিন ভূতনাথ বৃষভে চাপিএ। ভিক্ষা হেতু চলিলেন গৌরীরে কহিএ॥ ভ্রমিতে ভ্রমিতে ভব ভাবিয়া চিন্তিয়া। রসের কুচনী-পাড়ায় উত্তরিলা গিয়া। কৃত্তিবাসে হেরি যত কোচের রমণী। বুড়া আইল বলে হেসে তোষে সব ধনী॥ কোন ধনী কহে ওহে রসিকের চূড়া। আমা সভা ভুলে কোথা ছিলে ওহে বুড়া। তোমারে না হেরে বুড়া মনোদুঃখে মরি। এত বলে হেসে ঢলে পড়ে সব নারী॥ 豪 拿 臺 臺 এইরূপে শিব সহ হয় আলাপন। কোন ধনী করে হরে চামর ব্যজন॥ অগুরু চন্দন কেহ শ্রীঅঙ্গে ছিটায়। কেহ বা কুসুম লয়ে ফেলে শিব গায়॥ কেহ বা কুসুম লয়ে পরায় কৌতুকে। মিঠা পাণ সেজে কেহ যোগায় সম্মুখে॥ গাজী ভাঙ্গ কেহ হরে করে সমর্পণ। কেহ বা শিবের করে চরণ-সেবন॥ এই মত কোচের দুহিতা সকলেতে। হরে লয়ে রঙ্গরসে ভাসে অনাসেতে (১)॥ 豪 臺 臺 臺 কালিকার পাদপদ্ম হৃদে করি আশ। রচিলা শ্রীকালিদাস কালিকা-বিলাস॥ (১) অনায়াসে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।