পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের গান—দ্বিজ কালিদাস–কালিকা-মঙ্গল—১৮শ শতাব্দী। 8న জামাতার কথা তব শুনি বিপরীত। উমার সঙ্গেতে নাকি নাহি তার পীরিত॥ সিদ্ধি খেয়ে ষাড়ে সাপিণী লইয়ে। শ্মশানে মশানে ফেরে উমারে তেজিএ॥ যে জামাএ সম্প্রদান করেছ উমায়। দূরে না করিতে তত্ত্ব উচিত তোমায়। বৎসরাবধি উমনিধি করিএ বিদায়। কেমনে মা ভুলে আছ মা গো একি দায়। সহজে পাষাণী তুমি দয়ামায়া-হীনে। অন্ত কেহ হইলে মাগো না বাচিত প্রাণে॥ ধন কড়ি লএ রাণি খাওয়াইবে কারে। মা বলে ডাকিতে আর কে আছে তোমারে॥ ধিক্ তব রাজ্যধন ধিক্ গোঁ তোমায়। ততোধিক্ তধোধিক্ ধিক্ গো রাজায়। এত বলি ভৎসিএ চলিল রামাগণ। কালিকা-বিলাস দ্বিজ করিলা রচন॥ গিরিরাজের নিকট মেনকার বিলাপ। একেত মেনকা দুঃখী উমার জন্যেতে। বাক্য অনুসারে আরো জলে অন্তরেতে॥ কান্দিতে কান্দিতে রাণী অভিমান ভরে। পাষাণেরে পাষাণ স্থধান মৃদুস্বরে। শুন শুন শুন হে নিদয় হিমালয়। প্রাণ-উমা বিনা মম প্রাণ বাহিৱয়॥ তুমিত পাষাণরাজ কঠিনের শেষ। তোমার শরীরেত কহু নাহি দয়ার লেশ। স্বচ্ছন্দেতে আছ গিরি নিশ্চিস্ত হইয়া। পাগলে সপিয়া মোর প্রাণের তনয়। কল্প প্রতি বৎসলতায় তাচ্ছিল্য তোমাৱ। সহজে পাষাণ ধরে মায়ার কি ধার। স্বর্ণলতা উমা কি হে সাজে ভিখারীরে। শুনতে পাই অল্প নাই শঙ্করের ঘরে।