পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের গান—দ্বিজ *isaہون-ہیبیہ پہنچی ہو শতাব্দী ৷ እ® ) রাণীকে হিমালয়ের প্রবোধ দান। গিরি বলে ওহে রাণি স্থির কর মন। উমার জন্তেতে কেন এত উচাটন ৷ কন্তাভাবে ভাব ষারে অবোধ পাষণি সেই কন্যা জগৎধন্ত ব্রহ্মাণ্ডকারিণী॥ যার নামে ভবের ভাবনা দূরে যায়। তার জন্তে ভাব রাণি এত বড় দায়॥ কহিলে যে অন্ন নাই জামাতার ঘরে। সে কথা কেবল কথা জানিহ অন্তরে উমারূপে অন্নপূর্ণ গৃহেতে যাহার। অন্নের অভাব রাণি হয় কি তাহার॥ না জানে যে ভিখারিণী কহিলে উমারে। কুবের ভাণ্ডারী তার জানে চরাচরে॥ রাজরাজেশ্বরী উমা আমি ভাল জানি। মহেশ্বর কাশীশ্বর শুন ওহে রাণি॥ জন্মে জন্মে আমাদের বহু পুণ্য ছিল। সেই জন্তে উমা কন্তে বিধি মিলাইল॥ আমাদের জন্ম কর্ম্ম সফল করিতে। - জন্মেছেন মহামায়া তোমার গর্ভেতে॥ জেনে শুনে সকলি কি ভুলিলি হে রাণি। শিব সে পুরুষোত্তম প্রকৃতি শিবানী॥ দুঃখ সম্বরহ রাণি স্থির হয় মনে। অবিলম্বে জগদম্বে আনিব ভবনে॥ এই আমি চলিলাম কৈলাস-শিখরে। এনে দিব উমারে আর জামাই শঙ্করে। দুঃখ নাশ কর রাণি গৃহেতে বসিয়া। অচিরে পাইবে তবে প্রাণের তনয়॥ বিপদে শ্রীদুৰ্গা নাম জেনে রাণি সার। বেদাগমে বলিতে না পারে মুখ্য যার॥ কাশীনাথ কালকূটবিষ করেন পান। দুর্গা নাম করি শেষে রাখিলেন প্রাণ॥ অতএব তাই রাণি বলি হে তোমারে। দুর্গানাম ভুলিলে পাবে না গোরে।