পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q& নন্দীর সঙ্গে রসিকতা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এ কথা শুনিয়া রাণী আনন্দিত মন। বলে গিরি শীঘ্র যাহ কৈলাস-ভূবন॥ মঙ্গলাচরণ। এত বলি শিখরিণী সরস অন্তরে। মনোমত আচরণ মঙ্গল করে পরে॥ স্থানে স্থানে পুণ্য ঘট স্থাপন করিল। আমের পল্লব সব ঘটমুখে দিল। বসাইল রম্ভাতরু দুয়ারে ভূয়ারে। দধি আর মৎস্য আদি আনে ভারে ভারে॥ দ্বিজ-কন্যাগণ সব তুষ্ট হয়ে মন। পঞ্চদীপ লয়ে করে রহে সর্ব্বজন॥ দ্বিজগণ চণ্ডীপাঠ করিতে লাগিল। দুর্গানাম জপ কেহ আরম্ভ করিল। অপরেতে গিরিবর দুর্গা দুর্গ বলে। দুর্গারে আনিতে চলে মহাকুতূহলে ৷ চাতকিনী সম রাণী পথ চেয়ে রয়। কালিকা-বিলাস দ্বিজ কালিদাস গায়॥ কৈলাসে গিরিরাজ;—উমার পিত্রালয়ে যাত্রা। এইরূপে গিরিবর হরিষ অন্তরে। উত্তরিলা তদন্তরে কৈলাস-শিখরে॥ কৈলাসের দ্বারে নন্দী হুয়ারী আছিল। গিরিবরে হেরে দূত উঠে দাড়াইল। চরণের ধূলি লয়ে নিল মস্তকেতে। আস আল্লাস বলে গিরি তোষে বচনেতে॥ নন্দী বলে ঠাকুরদাদা আছ হে কেমন। কেমন আছেন আই বুড়ী শুনি বিবরণ॥ বৃদ্ধকালে নারী ফেলে এলে কেন বুড়া। সেথা পাছে আই বুড়ী করে ঘরযোড়॥ আইরে সপিয়া বল এলে কার স্থানে। হয় সন্দ বুঝি দ্বন্দ্র হয়েছে দুই জনে॥ বুড় ভেবে বড় বুঝি ঔদাস্ত ভাবিয়া। ঠাকুরদাদা তোমারে বা দিছে তাড়াইয়া॥