শিবের গান—দ্বিজ কালিদাস-কালিকা-মঙ্গল—১৮শ শতাব্দী। )○○ গিরি বলে ওহে মাতি মন দিএ শুন। বুড়াতে বুড়াতে ভাব ভাঙ্গে কি কথন। রেশে রেশে মিলিলে কি কভু প্রেম ভাঙ্গে। তুই ভেড়ো কি বুঝিবি মন্ত আছ ভাঙ্গে। প্রবীণে প্রবণে প্রেম ঘটেরে এমনি। প্রস্তর গাথনী যেন হয়রে আটনি॥ নদী বলে ঠাকুর দাদা বুঝেছি কারণ। আই আজ্ঞায় তব বাচন মরণ॥ অতঃপর কহ বড় শুনি পরিচয়। আচম্বিতে কৈলাসেতে কি ভাবে উদয়॥ গিরি বলে ওরে নীতি কি কব তোমায়। তোমার আইএর দায়ে এসেছি হের্থায় ৷ মিলি যত ছুড়ী সে বুড়ীরে নাচায়েছে। উমার জন্তেতে রাণী উন্মত্তা হয়েছে ৷ মম বাক্য না শুনেন কত বুঝাইল। তাই ভাই তনয়ারে লষ্টতে আইনু॥ এতেক শুনিয়া নন্দী আনন্দিত মন। গিরিকে লইয়া পরে করিলা গমন॥ কালিকার পাদপদ্ম হৃদে করি আশ। রচিলা শ্রীকালিদাস কালিকা-বিলাস॥ নন্দী সঙ্গে আনন্দেতে যায় হিমালয়। হর গৌরী নিরথিয়া কৃতার্থ মানয়॥ মানসেতে শিব শিবা করিয়া বন্দন। ভক্তিভাব রসে গিরি ডুবিল তখন॥ জনকে দেখিয়া দুর্গ গৌরব করিএ। গিরিপদে প্রণমিল শির লোটাইএ॥ করুণাকারিণী কন করুণাবচনে। পিতাকে উমার স্নেহদুঃখিনী বলিএ পিতা ছিল কিগো মনে॥ গঞ্জন। কেন পিতা আমা প্রতি এতেক বঞ্চন। দুঃখিনী ভাবিএ বুঝি করেছিলে ঘৃণা॥ সেই সে আমারে হরসঙ্গে পাঠাইলে। তদবধি দুঃখিনীর তত্ত্ব না করিলে॥ ૨ જ
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।