শিবের গান—দ্বিজ কালিদাস—কালিকা-মঙ্গল—১৮শ শতাব্দী। )Q(r নিজ প্রাণ চাহ যদি দিতে পারি দান। ঐ কথা শ্রবণে আমি হয়েছি অজ্ঞান ৷ এ কথা শ্রবণে গিরি বিষণ্ণ হইল। বিধিমত করি এ শঙ্করে বুঝাইল। গিরি বলে আশুতোষ কর অবধান। মাত্র তিন দিন। তিন দিন জন্তে মোরে উমা দেহ দান॥ সপ্তমী অষ্টমী আর নবমী রাখিব। দশমীর দিনে পুনঃ উমা পাঠাইব। এত বলি আকিঞ্চন কৈল গিরিবর। উপরোধে অঙ্গীকার কৈলা মহেশ্বর॥ কথা শুনে পুলকিত হইল হিমালয়। মহিষমর্দ্দিনী লয়ে চলে নিজালয়॥ পরিবার সহ সিংহে করি আরোহণ। শঙ্করী চলিলা সুখে সঙ্গে পঞ্চানন॥ অষ্টম নায়িকা আর যতেক যোগিনী। আনন্দে হরের সঙ্গে চলিলা ভবানী॥ কালিকার পাদপদ্ম হৃদে করি আশ। রচিলা শ্রীকালিদাস কালিকা-বিলাস॥ (১) (১) কবিকঙ্কন, ভারতচন্দ্র ও জয়নারায়ণের শিব-সম্বন্ধীয় কবিতা এখানে প্রদত্ত হইল না। তাহদের রচনার শ্রেষ্ঠ অংশগুলি স্বতন্ত্রভাবে যথাস্থানে উদ্ধত হইবে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।