>Qb" বঙ্গ-সাহিত্য-পরিচয়। প্রভু যোগ নিদ্র কর ভঙ্গ, সেবকের দেখ রঙ্গ, পরিহর তোমার চরণে। কার্ত্তিক গণেশ কোলে, শয়ন আছ নিদ্রা ভোলে, আমরা তোমায় প্রণাম করিব কেমনে॥ নিদ্র ত্যেজ দেবরাজ, বহ মা খট্টার মাঝ, নিরন্তর গৌরী রাখহ বাম ভাগে। প্রভু তুমি দেব-অধিপতি, হরি ব্রহ্ম কর স্তুতি, অস্ত্য দেব কোন খানে লাগে ৷ প্রভু তেজহ নিদ্রার মায়া, সেবকের কর দয়, পুরা মর্ত্ত দেব ত্রিপুরারি॥ শিঙ্গা ডম্বুর হাতে, বৃষভ রাখহ বাম ভাগে, বাসুকি রহুক ফণী। শিরে ধরি স্নিগ্ধ গঙ্গা, কপালে চাদ বেরি। তথি মধ্যে শোভে ফোট, হাড় মালা যোগ পাট, গায়ে শোভে বিভূতি ভুষণ। প্রভু দেব ত্রিলোচন, বিঘ্ন কর বিমোচন, নরের শকতি। আমরা তোমার আস্তাকরি, শাল খুলে ভর করি (১) আগম নিগমে কয়। প্রভু দেব গঙ্গাধর, দেবতার ঈশ্বর, অপরাধ ক্ষমহ মৃত্যুঞ্জয়॥ বৃষভ বাহনে শিব, তেজিহে কৈলাশ গিরি, পুরা অর্থ দেব ত্রিপুরারি। গম্ভীরে করহ অধিষ্ঠান। তোমার চরণে করি পঞ্চ প্রণাম॥ দেউল বন্দন, দেহার বন্দন, শাঠ পাঠ লাঠী বন্দন, আদ্যের তুলসী বন্দন, আর বন্দ সরস্বতীর গান ডাইনে বন্দ রাম লক্ষ্মণ, সীতা বামে বীর হনুমান। পূর্ব্বে আছেন ভানু ভাস্কর, তার চরণে করি পঞ্চ প্রণাম॥ প্রত্যেক বন্দনার দেউল বন্দন হইতে বীর হনুমান পর্যন্ত পঠিত হইবার পর উত্তরে আছেন ভীম কেদার। তার চরণে করি পঞ্চ প্রণাম॥ গ্রামে আছেন বাস্তু দেবতা। তাহার চরণে পঞ্চ প্রণাম॥ (১) এই সমগ্র পন্থটির অর্থ আমরা শালে ভর দিই
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।