শিবের গানের পরিশিষ্ট। গম্ভীরে আছেন ভোলা মহেশ্বর। তার চরণে করি পঞ্চ প্রণাম। গাজনে আছেন ধর্ম্ম অধিকারী। তার চরণে করি পঞ্চ প্রণাম। গাজনে আছেন ছত্তির (শ) সাই। বাহাত্তর ভক্ত উীদের চরণে করি পঞ্চ প্রণাম। বরিশালে শিবের গাজন। চৈত্রমাসের শেষভাগে নীলপূজা উপলক্ষে ইহার অনুষ্ঠান হয়। ঐ সময়ে উৎসবকারী গায়কগণ বেতের ছড়ি হাতে লইয়া নুপুর পারে দিয়া ঢাকের বাদ্যের তালে তালে নাচিতে নাচিতে নানা প্রকার শিবের গান গাহিয়া থাকে। প্রধানতঃ নমঃপূদ্রগণ এই কার্য্যের জন্ত মনোনীত হয়। তাহাদিগকে সাধারণ ভাষায় “বালা” বলা হইয়া থাকে। এই বালা পদবী হইতে স্থানীয় নমঃশূদ্রগণের কোন কোন পরিবারের কৌলিক উপাধিও হইয়াছে— वॉज। নীলপূজা শিবপূজারই নামান্তর। “বাজার-সন্ন্যাস,” “গিরি-সন্ন্যাস, “খেজুর-ভাঙ্গ,” BBBBBBSBBBBBBSS BBBB BBBS BBB BBBB BBBS BBB BBB অনুষ্ঠান এই পূজার অঙ্গস্বরূপ। এতদুপলক্ষে নানাবিধ উৎসব-আমোদের মধ্যে শিবের দোলা নামাইয়া” প্রত্যেক গৃহস্থের বাড়ী হইতে শিবপূজার চাউল ভিক্ষা করিয়া আনারও রীতি আছে। নীলপূজা সাধারণতঃ চৈত্র-সংক্রাস্তির পাঁচ দিন পূর্বে আরম্ভ হয় এবং সংক্রাস্তির সঙ্গে সঙ্গে ইহার অবসান হইয়া থাকে। বরণ। চৈত্রমাস মধুমাস শিবের জন্মমাস। সন সন্ন্যাসী (১) লইয়া বালা চলেন শিবের বাস। শিব শিব বলিয়া বালা ডাকে ঘনে ঘন। চৈতন্ত হইয়া প্রভু দিলেন দরশন। দিক্-বর্ণনা। পূর্ব্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারি পৃথিবীর নাম। পশ্চিমে আছেন শ্রীঠাকুর জগন্নাথ। তার চরণে করি পঞ্চ প্রণাম। আরে ক্ষিতি রীতি বামন দয়া, আরে শঙ্খ চক্র গদা পদ্ম মহাদেব মায়া, স্থত সুতাসন ভগবান উদিত দিক পশ্চিম ছায়া আর কল্প মা হৈতে জন্মিল। পিছে (২) আছিল কস্তা স্বংখে (৩) দাড়াইল। (১) সাধু-সন্ন্যাসী। (২) পশ্চাতে। (৩) সম্মুখে
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।