শিবের গানের পরিশিষ্ট। >やか。 শিবের জন্য পুষ্প-বাগান হইতে পুষ্প তুলিবার গান। হেমন্ত বসন্ত কালে, বিকশিত ডালে ডালে হে, ওকি ভাইরে,-হরের মালঞ্চে নানা ফুল। ভুল তুলি আডি অডি (১', ফুলেতে ভরিল সাজি হে, ওকি ভাইরে,-হুরের মালঞ্চে নানা ফুল। অশোক অপরাজিত, সুবর্ণ মাধবীলতা হে, ওকি ভাইরে,—হরের মালঞ্চে নানা ফুল। পৃথিবীতে পুষ্প যত, তাহা বা কহিল কত হে, স্থলপদ্ম দেখিতে সন্দর। ফুলেতে ভরিল সাজি চল ঘরে যাই আজি হে, কিয়ারে (২) মনে লয় জাসিও আরবার। প্রাণ কাশীনাথ, মনে— প্রাণ ভোলানাথ, মনে— মনে লয় আসিও জারবার। হাদে গৌরী, নমস্কার, কত পুষ্প তোল আর হে, - কিয়ারে রৌদ্রে শরীর হইল কালে। - প্রাণ কাশীনাথ, রৌদ্রে— প্রাণ ভোলানাথ, রৌদ্রে— রৌদ্রে শরীর হইল কলো। Y ভগবতীর শঙ্খপরার কথা। শঙ্খ পড়িতে গৌরাঙ্গর (৩) মনে বড় সাধ। করলোড়ে কন কথা শিবের সাক্ষাৎ ৷ বুদ্ধ হইয়াছি গেীরাই কথন যেন মরি। কিসের লইগা (৪) কর বেশ দরবার-সুন্দরী। কুচনী নগরে আছে তোমার বাপ ভাই। সেইখানে যাইয় পর শঙ্খ আমার কিছু নাই। বুদ্ধ হইয়াছি গেীরাই আমি লড়ি করি ভর। ভিক্ষ মাগি খাই আমি দেশ-দূরান্তর। নারদ বলে মামা আমার কথা রাখ। শ্রেীলনকালে স্ত্রীলোক নাইওর (৫) পাঠাও কেন। শিব বলে শুন ভাইগন (৬) আমার কথা রাখ। শঙ্খ-বণিক হইয়া গৌরাইর মন বুঝতে যাও। 00 BBSBBS BB BBBS BB BBBS S BBS BBS BBB BB BB BBBB BB BBBB BB BB BBB ব্যবহৃত হইয়াছে। (৩) গৌরীর স্থলে সর্ব্বদা গোৱাই ব্যবহৃত হইয়াছে। (৪) নিমিত্ত। * স্ত্রীলোকদের কুটুম্ব-গৃহে যাওয়ার নাম নাইওর। (e) ভাগিনেয়। - RS
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।