প্রাচীন সূর্য্যের গান। >SQ ওঠ স্থর্য্য উদয় দিয়া। কাসারীর ঘরের কোণ ছু ইয়া॥ কাসারীর মাইয়া বড় সেয়ান। পূজার সাজ (১) জোগায় বেয়ান বেয়ান। ওঠ সুর্য্য উদয় দিয়া। মালীর ঘরের কোণ ছু ইয়া॥ মালীর মাইয়া বড় সেয়ান। পুষ্প জোগায় বেয়ান বেয়ান। ওঠ সূর্য্য উদয় দিয়া। মুনির ঘরের কোণ ছু ইয়া॥ “ মুনির মাইয়া বড় সেয়ান। সন্ধ্যা-পূজা (২) জোগায় বেয়ান বেয়ান। ওঠ স্থর্য্য উদয় দিয়া। তেলীর ঘরের কোণ ছুইয়া॥ তেলীর মাইয়া বড় রাগী। খাড়া রাগে (৩) ঢালে পানী। ঢাল ঢাল মুখ-পালানী (৪)। তা দিয়া স্বর্য্যাইর মুখ-পালানী ৷ সূর্য্যের নিদ্রী-ভঙ্গ। উত্তর আলী (৫) কদম গাছটা দক্ষিণ আলো বাওরে। গা তোল গা তোল স্বর্য্যাই ডাকে তোমার মাওরে॥ শিয়রে চন্ননের (৬) বাট বুকে ছিটা পড়েরে। গা তোল গা তোল স্থর্য্যাই ডাকে তোমার মাওরে॥ কাস বাজে করতাল বাজে তবু স্বর্য্যাইর ঘুম নাহি ভাঙ্গেরে। গা তোল গা তোল স্থর্য্যাই ডাকে তোমার মাওরে॥ (১) সজ্জা = উপকরণ। (২) সন্ধ্যা-পূজার উপকরণ। (৩) উচ্চস্থান হইতে সোজাসুজি ভাবে। (৪) পালানী =ধোওয়া; এস্থলে ধোওয়ার জল। (৫) দিকের। (৬) চন্দনের।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।