УУ, বঙ্গ-সাহিত্য-পরিচয়। সূর্ঘ্যের স্নান। সোণার বাটী আগর (১) চয়ন রূপার বাটী তৈলরে। স্নান কর ছাওয়াল (২) স্বর্য্যাইরে॥ দুগ্ধের পুষ্কর্ণ স্বর্যই কুইঞা দাও ভুবরে। স্নান কর ছাওয়াল স্থর্য্যাইরে॥ কাগে (৩) নিল তৈলের বাটী গামছা নিল সোতেরে (৪) স্নান কর ছাওয়াল স্থর্য্যইরে॥ এক ডুবে উঠেরে স্বর্য্যাই যেন ধুত্বার ফুলরে। স্নান কর ছাওয়াল স্বর্য্যাইরে। সূর্য্যের ধুতি-গমছা। স্নান কল্লা ছাওয়াল স্বর্য্যাই ধুতি-গামছা কোথা পাইলারে। স্বর্গে আছে তাতীর ছাওয়াল স্বৰ্গাইর ধুতি-গামছা জোগায় সেওরে॥ স্বান কল্লা ছাওয়াল স্বর্য্যাই তুমি সন্ধ্য। (৫) পাইলা কোথায়রে। স্বর্গে আছে মুনির ছেলে স্বর্য্যইর সন্ধ্য জোগায় সেওরে। স্নান কল্লা ছাওয়াল সুর্য্যাইরে॥ সূর্য্যের পূজা। পূজা লওরে স্বর্য্যই পূজা লও॥ ধ্রু॥ মণে মণে চাউল হৈলে পূজার বইতে (খ) পারি। ছড়াভরা কলা হৈলে পূজায় বইতে পারি। সেরভরা ধূপ হৈলে পূজায় বইতে পারি। সাজিভরা পুষ্প হৈলে পূজায় বইতে পারি। ডান ধারে ফুলের সাজি বাও (৭) ধারে রচনা (৮)। পুরৈত (৯) ঠাকুর করে পূজা করিয়া কামনা ৷ কলা কাডি (১০) কুচি কুচি নবিদ্য বাড়ি সারি (১১)। রচনা বসাইতে আইলা ব্রাহ্মণেরি নারী॥ (১) অগুরু। (২) ছেলে = বালক। (৩) কাক। (৪) সোতে = স্রোতে। (৫) সন্ধ্যা-পদ্ধতি। (৬) বসিতে। (৭) বাম। (৮) দেবোদেশে প্রদত্ত হাড়ি পূর্ণ চিড় খই প্রভৃতি দ্রব্য-সম্ভার। (৯) পুরোহিত। (১০) কাটি। (১১) সারি সারি নৈবেদ্য রচনা করি।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।