প্রাচীন সূর্য্যের গান। SS সূর্য্য ও গৌরীর বিবাহ-সজ্জা ক্রয়। সুন্দর বাণিয়ার ছাওয়াল নগর দিয়া যায়। স্বর্য্যাই-গৌরার বিয়ার চন্নন কেনে গৌরার মায়॥ সুন্দর মালিয়ার ছাওয়াল নগর দিয়া যায়॥ স্বর্য্যাই গৌরার বিয়ার মুকুট কেনে গৌরার মায়। সুন্দর র্তাতিয়ার ছাওয়াল নগর দিয়ু যায়। স্বর্য্যাই-গৌরার বিয়ার কাপড় কেনে গৌরার মায়॥ গৌরাইর বিয়া তোরা দেখা যা বেড়িয়া ঘুরিয়া॥ ধ্রু॥ আসিতে শিখাইল মায়। গৌরাই প্রণাম করব জামাইর পায়॥ সূর্য্যের বিবাহ। আম ফলে থোকা থোকা, তিতৈল (১) ফলে বেকা বেকা (২)। ছাওয়াল স্থর্য্যাই বিয়া করেন মা’র ঝোলা টাকা টাকা। থাডো থাডো নাইরকোল গাছটা পির (৩) ছাইয়া ফলে। ছাওয়াল স্বর্য্যাই বিয়া করেন স্কৃতের প্রদীপ জলে ৷ থাডো থাডো কলা গাছটা বাইয়া পড়ে মেী। ছাওয়াল স্থর্য্যাই বিয়া করেন বড় সুন্দর বেী॥ সখী চলগিয়া মোরা দেখি। ছাওয়াল স্বর্য্যাই বিয়া করেন নামে চন্দ্রমুখী॥ ছাওয়াল স্থর্য্যাইর ঘরের ছাইচে (৪) রামকলার পাত। তাহাতে রাধিয়া দিমু দারা-কুটার (৫) ভাত॥ সখী চল গিয়া মোরা দেখি। ছাওয়াল স্বর্য্যাই বিয়া করেন নামে চন্দ্রমুখী॥ সূর্য্যের শ্বশুর-বাড়ী যাত্রার উদ্যোগ ও শ্বশুর-গৃহে আচরণ সম্বন্ধে তাহার প্রতি উপদেশ। আনন্দের আর সীমা নাইগো আনন্দ॥ ধ্রু॥ স্বর্য্যাই যাবেন শ্বশুর-বাড়ী সঙ্গে যাইবেন কে। সঙ্গে যাইবে স্বর্য্যাইর বাপে সাজতে লাগষে (৬) সে। (১) তেঁতুল। (২) বাকা=বক্র। (৩) থাডো=খাট= ক্ষুদ্র। নাইরকোল =নারিকেল। পির = কান্দী। (৪) ছাচনাতলায়। (৫) ‘দার’-কুটার ভাত’ খাওয়া বিবাহ-সময়ের একটা স্ত্রী-আচার। তিনখানা দারা অর্থাৎ কাঠের উপর হাড়ি রাখিয়া কুট অর্থাৎ খড় দ্বারা এই অন্ন স্থতপক্ক করিতে হয় বলিয়া ইহার এইরূপ নামকরণ হইয়াছে। (৬) লাগিয়াছে= আরম্ভ করিয়াছে। RR
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।