১৭০ বঙ্গ-সাহিত্য-পরিচয়। মামায় ভাইগনায় হাল বায় বামে ঠেলা যাইও। (১) শালীরা যে পাণ দিবে কাপড়ে মুছা খাইও। শাশুড়ী রেধেছে দারা ঝালে আর ঝোলে। শালা-বে। পশেন (২) দারা সুবর্ণের থালে। গৌরীর শ্বশুর-বাড়ী গমন। আজ যা গৌরী কাছা-কাটা। কাইল আইস গৌরী হাস্য-রস্তা। গৌরীর মায় কাদে-কাটে। হাজার টাকা গাইডে বাধে। (৩) ও গৌরী না গিয়া। পাস্ত ভাত খা গিয়া॥ পান্ত ভাত শল শলা। পুডি মাছ চলা চলা (৪)॥ আম গাছে থাকলো কোকিলা চন্নন গাছে বাসা। আলো আমার গেীরা নিতেলে কোকিলা মনে কর আশা॥ কোন খান দিয়া আইলরে অতিথ আমি বাইর বাড়ী দিলাম বাসা। সে না আতিথের মনে গৌর নেবার আশা॥ আট বার বছরের গৌরী তের নয়রে পড়ে। ঘুরিয়া ঘুরিয়া বাছ মায়ের অঞ্চল ধরে। টাকা নয়রে কড়ি নয়রে কোটরে রাখিব। পরের লগা হৈছে গেীরা পরেরে সে দিব॥ অৰ্দ্ধেক গাঙ্গে (৫) ঝড় বৃষ্টি অৰ্দ্ধেক গাঙ্গে কুয়া। মধ্য গাঙ্গে বাদ্য বাজে গেীরা লবার লইঞা॥ আড়শী কঁদে পড়শী কাদে কাদে রইয়া রইয়া। গৌরীর জনকে র্কাদে গামছ মুড়ি দিয়া॥ গৌরীর যে ভাই র্কাদে খেলার সাজি লইয়া। গৌরীর যে মায়ে কাদে শানে পাছার (৬) খাইয়া॥ (১) হাল বায়= হলকর্ষণ করে। মাতুল ও ভাগিনেয়ের একত্র হল-কর্ষণ বামে দেখিলে যাত্রা শুভ হয়। (২) পরিবেশন করেন। (৩) গাইডে=গাটে। তৎকালে কস্তা-পণ লওয়ার প্রথা ছিল। (৪) পুডি =পুটি। চল= রাধিবার কাঠ; এস্থলে ভাজা পুটি মাছ) কাঠের দ্যায় দৃঢ়। (৫) নদীতে। (৬) আছার।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।