১৭৮ বঙ্গ-সাহিত্য-পরিচয়। আহ্মা শোকানলে মায় শরীর পুড়িয়া। খ্যাতি রাখিবেক মায় সংসারে যুড়িয়া। ছয় পুত্র পাসরিল আমা রূপ দেখি। এহি শোকে মায় মোর গলায় দিব রেথি। কবি নারায়ণে কহে সরস পাচালী। লখাইর করুণ শুন এক লাচাড়ি॥ এই মত বিপুলারে বোলাইল অনেক। মন কথা কহি লখাই রহিল ক্ষণেক। দারুণ বিষের জালে রহি বারে বার। পুনরপি বিপুলারে লাগে কহিবার॥ উঠ উঠ প্রাণ প্রিয়া মোর দুঃখ চাও। বিষে প্রাণ যায় মোর কিবা নিদ্রা যাও ৷ উঠ উঠ প্রিয়া তোর দেখি চাদ মুখ। মরণ সফল মোর খণ্ডিবেক দুঃখ॥ কান্দে কান্দে লক্ষ্মীন্ধর বিপুলার মুথ চাহিয়া। থাকিতে না দেখ আম না পাইবা কান্দিয়॥ এহি সে আমার মনে মনে রৈল বড় তাপ। না জানি জন্মান্তরে কৈলুম কোন পাপ। এহি মতে লক্ষ্মীন্ধরে বলিল বচন। কাল ঘুমে (১) বিপুলার নাহিক চেতন॥ কালিন্দর (২) হৈছে অঙ্গ খাইছে কাল নাগে। অঙ্গে হাত দিয়া তাকে চেতাইতে (৩) লাগে॥ কবি নারায়ণে কহে সরস পাচালী। পয়ার এড়িয়া শুন এক লাচাড়ি॥ বেহুলার নিদ্রা হইতে জাগরণ। নিদ্রা হৈতে বিপুলাএ চৈতন্য পাইয়া। উঠিয়া বিপুল রৈল ত্রাসিত হইয়া॥ আজি কেনে প্রাণ মোর করে ধড় ফভূ। প্রদীপ নিবাইল কিসে প্রভূ নাহি ভাল॥ (১) কাল-ঘুম=যে ঘুম সহজে ত্যাগ হয় না; এখানে মনস-কৃত (২) কৃষ্ণবর্ণ। (৩) চৈতন্য উৎপাদন করিতে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।